Market Rate: অগ্নিমূল্য বাজার, ভাটার টান জামাইষষ্ঠীর খাওয়ায়

অনেকে বিকল্প রাস্তা ধরেছেন। হোটেল রেস্তরাঁর টেবিল বুক করেছেন। এতে সার্বিকভাবে খরচ কিছুটা কম বলেও অনেকর ধারনা। আর এই ভাবে মূল্যবৃদ্ধির চাপে ধাপে ধাপে হারিয়ে যাচ্ছে ১২ মাসে ১৩ পার্বণে অভ্যস্ত বঙ্গ জীবনের এক সাবেকি ছবি। 

Updated By: May 25, 2023, 10:15 AM IST
Market Rate: অগ্নিমূল্য বাজার, ভাটার টান জামাইষষ্ঠীর খাওয়ায়

অয়ন ঘোষাল: তাপমাত্রা নয়। জ্বালা ধরাচ্ছে বাজারদর। আদরের জামাইকে একবেলা আপ্যায়ন করতে গিয়ে ১০ দিনের বাজার করার টাকা বেরিয়ে যাওয়ার উপক্রম। তাই জামাইষষ্ঠীর বাজারেও কার্যত ফাঁকা জমজমাট থাকতে অভ্যস্ত মানিকতলা।

জানা গিয়েছে ডায়মন্ডহারবার ইলিশের দাম ৯০০ টাকা। বাংলাদেশ ইলিশ ১৩০০ টাকা। মায়ানমার ইলিশ ১৫০০ টাকা। বাগদা চিংড়ির দাম ৮০০ টাকা। পমফ্রেট ৭০০ টাকা। কাটা চিকেন ২৩০ টাকা। গোটা চিকেন ১৮০ টাকা এবং খাসির মাংসের দাম ৮৪০ টাকা।

আরও পড়ুন: Dilip Ghosh: 'এই মুখ্যমন্ত্রী বেশিদিন সরকার বা প্রশাসন চালাতে পারবেন না', মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের

যদি এসব সামগ্রী আপনার সাধ্যের বাইরে থাকে, এবং আপনার মনে হয় জামাইকে ফলাহার করিয়ে তৃপ্তি দেবেন, সে গুড়েও বালি।

জানা গিয়েছে হিমসাগর আমের দাম ১০০ টাকা। ল্যাংড়া ৮০ টাকা। লিচুর দাম ১৫০ টাকা। কালোজাম ৩০০ টাকা এবং কাঁঠাল ৮০ টাকা।

আরও পড়ুন: Primary TET: মাধ্য়মিক ও উচ্চ মাধ্যমিকে ফেল করেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি!

এসবের নাগপাশ থেকে বেরিয়ে একবার সবজির বাজারে ঘুরলে, শেষ যেটুকু রসদ ব্যাগে ছিল, তাও নিমেষে ফাঁকা হয়ে যাবে।

শসার দাম ৪০ টাকা। টমেটো ৪০ টাকা। উচ্ছে ৬০ টাকা। বেগুন ৮০ টাকা। গাজর ৫০ টাকা। পিয়াজকলি ১০০ টাকা এবং পাতিলেবু ৫ টাকা প্রতি পিস।

অতএব অনেকে বিকল্প রাস্তা ধরেছেন। হোটেল রেস্তরাঁর টেবিল বুক করেছেন। এতে সার্বিকভাবে খরচ কিছুটা কম বলেও অনেকর ধারনা। আর এই ভাবে মূল্যবৃদ্ধির চাপে ধাপে ধাপে হারিয়ে যাচ্ছে ১২ মাসে ১৩ পার্বণে অভ্যস্ত বঙ্গ জীবনের এক সাবেকি ছবি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.