গড়িয়াহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বহুতল এবং একাধিক দোকানপাট!

আগুন লাগার সঠিক কারণ এবং এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Updated By: Jan 20, 2019, 08:43 AM IST
গড়িয়াহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বহুতল এবং একাধিক দোকানপাট!
রবিবার সকালেও চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। ছবি: পরাগ নন্দী (প্রত্যক্ষদর্শী)।

নিজস্ব সংবাদদাতা: শনিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে থাকল দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা গড়িয়াহাট।

স্থানীয় ও দমকল সূত্রে খবর, রাত ১টা নাগাদ গড়িয়াহাট মোড়ের একটি বহুতলে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। যে বহুতলে আগুন লাগে সেটিতে একটি জনপ্রিয় পোশাকের বিপণি প্রতিষ্ঠান-সহ বেশ কিছু দোকান, রেস্তোরাঁ ও আবাসিক ফ্ল্যাট রয়েছে।

যুদ্ধকালীন তত্পরতায় আবাসিকদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার গভীর রাতে লাগা সেই আগুন রবিবার সকাল পর্যন্তও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের পক্ষে থেকে জানানো হয়েছে, এখনও একাধিক জায়গায় ‘ফায়ার পকেট’ থাকায় এবং বেশিরভাগ অংশ ধোঁয়ায় ঢেকে থাকার কারণে এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার সঠিক কারণ এবং এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

.