Kolkata Fire: স্থানীয় সূত্রে খবর, টেরিটি বাজারের উল্টোদিকে রয়েছে একটি কাঠের গুদাম। ঘড়িতে তখন প্রায় ৮টা। কাঠের গুদামেই প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে।
Updated By: Oct 23, 2024, 10:21 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শহরে অগ্নিকাণ্ড। আবার সেই বড়বাজার। এবার এজরা স্ট্রিটে। টেরিটি বাজারের কাছে দাউ দাউ করে জ্বলে উঠল একাধিক। কীভাবে? আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।
এজরা স্ট্রিটের এই অঞ্চলটি বেশ ঘিঞ্জি। তার উপর সামনেই কালীপুজো ও দীপাবলী। রকমারি নিয়ন বাতির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ভিড়ও হচ্ছে ক্রেতাদের। স্থানীয় সূত্রে খবর, টেরিটি বাজারের উল্টোদিকে রয়েছে একটি কাঠের গুদাম। ঘড়িতে তখন প্রায় ৮টা। কাঠের গুদামেই প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথমে টের পাননি ব্যবসায়ীরা। ফলে দমকলে খবর দিতেও বেশি খানিক দেরি হয়ে যায়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে গিয়েছে অনেকটাই। এরপর একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ১৩ ইঞ্জিন। এজরা স্ট্রিটে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি জানিয়েছেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.