নিকাশিতেও দুর্নীতি! এবার অভুযুক্ত মেয়র

ত্রিফলার পর এবার শহরের নিকাশি ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠলো মেয়রের বিরুদ্ধে। আজ পুরসভার অধিবেশন চলাকালীন মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন কংগ্রেস কাউন্সিলর মালা রায়। টেন্ডার না ডেকে একটি সংস্থাকে নিকাশির বরাত দেওয়া নিয়েই বিতর্কের সূত্রপাত।

Updated By: Jun 25, 2013, 08:18 PM IST

ত্রিফলার পর এবার শহরের নিকাশি ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠলো মেয়রের বিরুদ্ধে। আজ পুরসভার অধিবেশন চলাকালীন মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন কংগ্রেস কাউন্সিলর মালা রায়। টেন্ডার না ডেকে একটি সংস্থাকে নিকাশির বরাত দেওয়া নিয়েই বিতর্কের সূত্রপাত।
গত বৃহস্পতিবার ঘন্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। অভিযোগ, দক্ষিণ কলকাতার নিকাশির কাজ করছিল অ্যাঞ্জেলাইনার নামে একটি সংস্থা। কিন্তু হঠাত্‍ ফেব্রুয়ারি মাসে তারা জানায়, দেউলিয়া হওয়ার কারণে তাদের পক্ষে নিকাশির কাজ শেষ করা সম্ভব নয়। এরপর ইন্টারন্যাশনাল অ্যাঞ্জেলাইনার নামে একটি নতুন সংস্থাকে কাজের বরাত দেওয়ার প্রস্তাব দেয় পুরসভা। কিন্তু ওই কোম্পানির তরফে জানানো হয়, বকেয়া টাকা মেটানো হলে, তবেই  দেশপ্রিয় পার্ক থেকে বালিগঞ্জ পর্যন্ত বাকি কাজ শেষ করা হবে। অভিযোগ, টেন্ডার না ডেকেই কাজের বরাত দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন মেয়র। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় পুরসভার তরফে যাবতীয়  নথিপত্র অ্যাডভোকেট জেনারেলের কাছে পাঠানো হয়।  রাস্তায় ধস নামার আশঙ্কায়  তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে পাল্টা দাবি মেয়রের।

.