কেডি সিংয়ের জামাই ভাইপো, প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে লাভ হয়নি: Salim

কেডির সঙ্গে তৃণমূল-বিজেপির যোগ ছিল বলেও অভিযোগ সেলিমের।       

Updated By: Jan 16, 2021, 12:06 AM IST
কেডি সিংয়ের জামাই ভাইপো, প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে লাভ হয়নি: Salim

নিজস্ব প্রতিবেদন: অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় গ্রেফতার হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং (KD Singh)। সেই কেডি সিংয়ের বিরুদ্ধে তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মহম্মদ সেলিম। শুক্রবার সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা (Md Salim)  বলেন, 'অর্থমন্ত্রী-প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া সত্ত্বেও কেডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন অনেক দেরি হয়ে গিয়েছে।' কেডির সঙ্গে তৃণমূল-বিজেপির যোগ ছিল বলেও অভিযোগ তাঁর। সেলিমের কটাক্ষ, ভাইপো তো কেডি সিংয়ের জামাই।       

এ দিন সেলিম (Md Salim) অভিযোগ করেছেন, ২০১১ সালে তৃণমূল সরকারে আসার পর থানায় থানায় নির্দেশ দেওয়া যায়, চিটফান্ডের বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না। আজকে ইডি বলছে কেডি সিংয়ের (KD Singh) বিরুদ্ধে কোনও এফআইআর নেই। অ্যালকেমিস্ট নিয়ে ২০১৩ সালে ঝাড়খণ্ড আদালতের নির্দেশে এফআইআর হয়। ২০১৫ সালে অরুণ জেটলিকে চিঠি লিখি। তিনি আমাকে জবাব দেন, সংশ্লিষ্ট কর্চতৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। অথচ কিছুই নড়ছে না। সেবি, ইডি, সিবিআই এমনকি কোম্পানি বিষয়ক মন্ত্রকও দায় ঠেলাঠেলি করেছে। আমাকে তদন্তকারী সংস্থা জানায়, হাইপ্রোফাইল কেসে পিএমও থেকে নির্দেশ না আসলে তদন্ত সম্ভব নয়।  ২০১৬ সালে আমার চিঠির প্রাপ্তিস্বীকার করে প্রধানমন্ত্রীর দফতর। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী সাক্ষাতের পর বারবার তদন্তকারী অফিসারদের বদলি করা হয়েছে।'

কেডি সিং তাঁকে আর্থিক প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন সেলিম। বলেন,'কেডি সিং বলেছিল, আপনি একটা করে চিঠি লেখেন আর টাকার প্যাকেট পৌঁছতে হয়। নির্বাচনে আপনারও তো খরচ হয়। তৃণমূলকে তো দিয়েছি।' 

আরও পড়ুন- শনিবার থেকে জেলায় জেলায় Covid Vaccination Drive, স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে টিকাকরণ

.