বিঘ্ন ঘটতে পারে মেট্রো চলাচল

বুধবার থেকে দুদিন দুপুরে দশ মিনিটের বদলে আধঘণ্টা অন্তর চলবে মেট্রো। সারাদিনে ২৩৬ বদলে ২১৪টি মেট্রো চলবে। ফলে, কাজের দিন হওয়ায় ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।

Updated By: Dec 28, 2011, 10:50 AM IST

বুধবার থেকে দুদিন দুপুরে দশ মিনিটের বদলে আধঘণ্টা অন্তর চলবে মেট্রো। সারাদিনে ২৩৬ বদলে ২১৪টি মেট্রো চলবে। ফলে, কাজের দিন হওয়ায় ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।
এদিকে, মেট্রোর সময়সীমার এই পরিবর্তনের কোনও উল্লেখই নেই মেট্রো স্টেশনের ডিসপ্লে বোর্ডে। কখন রেক আসবে বা স্টেশন থেকে ছেড়ে যাবে তা ফুটে উঠছে না ডিসপ্লে বোর্ডে। জানা গিয়েছে, বড়দিনে অতিরিক্ত রেক টালানোর পর মেট্রোর কর্মীদের একাংশের ভিতর ক্ষোভ দানা বেঁধেছে। আগামী পয়লা জানুয়ারিও সকাল থেকে মেট্রো চালানো হবে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে দুদিন কম রেক চালানোর জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান মেট্রো রেলের কর্মীদের একাংশ। সেই দাবি মেনেই আজ থেকে দুদিন কম রেক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.