শহরের স্কুলে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত শিক্ষক

জনৈক স্কুল শিক্ষিকা এমনও মন্তব্য করেছেন যে, "ওই টুকু বাচ্চাদের মধ্যে আছেটা কী? যে উনি করবেন!"

Updated By: Oct 9, 2018, 11:52 AM IST
শহরের স্কুলে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত শিক্ষক

নিজস্ব প্রতিবেদন : শহরের নামজাদা স্কুলে ফের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। এবার নির্যাতনের অভিযোগ ঢাকুরিয়া বিনোদিনী গার্লস হাইস্কুলে। অভিযোগ, ৬ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। যৌন নির্যাতনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় এদিন সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে।

অভিযোগ, বনধের দিন স্কুলের ভিতরই ওই শিশুর উপর নির্যাতন চালান অভিযুক্ত শিক্ষক। জানা গিয়েছে, সেই সময় ওই শিশুর মা ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। তাই সেই সময় ঘটনার কথা জানা যায়নি। এদিন সকালে স্কুলে আসেন নির্যাতিতা শিশুর মা। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। আর তারপরই সামনে আসে ফের শহরের নামজাদা স্কুলে ৬ বছরের শিশুর উপর যৌন নির্যাতনের মতো ন্যক্কারজনক ঘটনা।

আরও পড়ুন, আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা, পুজোর দিন নিয়ে আশারবাণী পূর্বাভাসে

নিগ্রহের ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলে উপস্থিত অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন। অভিভাবকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে স্কুল চত্বর। স্কুলে পৌঁছেছে বিশাল পুলিস বাহিনী। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, স্কুলের ভিতর তাঁদের সন্তানকে আটকে রাখা হয়েছে। বেরতে দেওয়া হচ্ছে না।

তাঁদের আরও অভিযোগ, নির্যাতনের ঘটনায় কার্যত হাত গুটিয়ে বসে আছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিলেও, আখেরে কোনও ব্যবস্থা-ই নেয়নি কর্তৃপক্ষ। তাঁরাই ঘটনার কথা পুলিসে ও স্কুলের চেয়ারম্যানকে জানান। এক ছাত্রীর মা অভিযোগ করেন, নির্যাতনের ঘটনাকে কার্যত আমল দিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। জনৈক স্কুল শিক্ষিকা এমনও মন্তব্য করেছেন যে, "ওই টুকু বাচ্চাদের মধ্যে আছেটা কী? যে উনি করবেন!"

আরও পড়ুন, বিশ্বভারতীর নতুন উপাচার্য অধ্যাপক বিদ্যুত্ চক্রবর্তী

প্রসঙ্গত, ২০১৭-তে জি ডি বিড়লা স্কুলে কেজি টু-এর শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল শহর। তারপরেও শহরের অন্যান্য স্কুলে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এদিনও বিক্ষুব্ধ অভিভাবকদের বাগে আনতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। অভিযোগ, পুলিসের মারে মাথা ফেটে গিয়েছে এক মহিলার।

.