Partha Chatterjee: জামিনের আবেদন খারিজ আদালতের, ফের ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়

মঙ্গলবার সকালের বিমানে ভুবনেশ্বর থেকে কলকাতা আনা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

Updated By: Jul 25, 2022, 11:57 PM IST
Partha Chatterjee: জামিনের আবেদন খারিজ আদালতের, ফের ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়

বিক্রম দাস: এবার মুখোমুখি বসিয়ে জেরা? ৩ অগাস্ট পর্যন্ত ফের ইডি হেফাজতের পার্থ-অর্পিতা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। আগামিকাল, মঙ্গলবার সকালের বিমানে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এসএসকেএম নয়, বরং ইডির দাবি মেনে ভুবনেশ্বরের এইমস-এ মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে এইমসে। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি, থাইরয়েড-সহ বেশ কিছু শারীরিক সমস্যা থাকলেও, তা গুরুতর নয়। বস্তুত রাতেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফিরিয়ে আনা কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়।

আরও পড়ুন: Arpita Mukherjee, Partha Chatterjee: অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে রহস্যময় কালো ডায়েরি!

এদিন কলকাতায় ইডি আদালতে ভার্চুয়ালি পেশ  করা হয় পার্থ চট্টোপাধ্যায়। অপর অভিযুক্ত অর্পিতা চট্টোপাধ্যায় অবশ্য সশরীরেই হাজির ছিলেন। আদালতে জামিনের আবেদন করেন পার্থের আইনজীবী। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ। তাঁর বাড়ি টাকা উদ্ধার করেনি ইডি। পাল্টা সওয়াল নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করেন তদন্তকারী সংস্থা। তাদের দাবি, দুর্নীতিকাণ্ডে যাবতীয় টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই গিয়েছে। এমনকী, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে টাকা পাওয়া দিয়েছে, তা প্রাক্তন শিক্ষামন্ত্রীর মাধ্যমে গিয়েছে। দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক তথ্য জানা যাবে। শুনানি শেষে প্রায় ঘণ্টা ছয়েক রায়দান স্থগিত রেখেছিল আদালত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.