ভয় দেখিয়ে নাবালিকার ওপরে যৌন নির্যাতনের অভিযোগ, হরিদেবপুরে গ্রেফতার ২

নাবালিকার অভিযোগ, কাউকে কিছু বলতে নিষেধ করত অভিযুক্তরা। বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত তাকে

Updated By: Nov 18, 2020, 12:21 AM IST
ভয় দেখিয়ে নাবালিকার ওপরে যৌন নির্যাতনের অভিযোগ, হরিদেবপুরে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদন: হরিদেবপুরে এক নাবালিকার ওপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পাড়ারই দুই কাকুর বিরুদ্ধে।

অভিযোগ, ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ওই নাবালিকার(১৩) ওপরে যৌন নির্যাতন চালিয়েছে প্রতিবেশী ওই দুজন। অভিযুক্তদের বাড়ি হরিদেবপুর থানার ১৪২ নম্বর ওয়ার্ডের বাঁশতলায়। এদের একজন পেশায় ট্যাক্সি চালক(৫৫) এবং অন্যজন ৬১ বছরের এক বৃদ্ধ।

আরও পড়ুন-শিল্পের জন্য জমি মিলবে আরও সহজে, সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করছে রাজ্য সরকার

বেশকিছু দিন ধরেই এরকম চলছিল। আজ সকালে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই বাড়ির লোকজন তাকে জেরা করে সবকিছু জানতে পারে। নাবালিকার অভিযোগ, কাউকে কিছু বলতে নিষেধ করত অভিযুক্তরা। বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত তাকে।

আরও পড়ুন-গরু পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন BSF কমান্ড্যান্ট, তৃণমূলকে বিঁধলেন সায়ন্তন

পরিবারের লোকজন গোটা বিষয়টি হরিদেবপুর থানায় গিয়ে বলে। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। POCSO আইনে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

 

.