হাঁটতে বেরিয়ে নিখোঁজ মৌলানা আজাদের অধ্যাপক, দেহ মিলল বিধাননগর স্টেশনের কাছে

সকাল ১১টা নাগাদ পরিবারের কাছে ফোন আসে যে একজনের দেহ পাওয়া গিয়েছে, যার সঙ্গে অভিজিৎ বাবুর মিল রয়েছে। 

Updated By: Apr 19, 2022, 05:37 PM IST
হাঁটতে বেরিয়ে নিখোঁজ মৌলানা আজাদের অধ্যাপক, দেহ মিলল বিধাননগর স্টেশনের কাছে

নিজস্ব প্রতিবেদন : বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ অধ্যাপক। দেহ মিলল উল্টোডাঙায়। মৃতের নাম অভিজিৎ শর্মা। 

গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে হাঁটতে বের হন মৌলানা আজাদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বছর ৫১-এর অভিজিৎ শর্মা। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা এই অধ্যাপক। তারপর এদিন সকালে পরিবারের কাছে ফোন আসে অধ্যাপকের দেহ পাওয়া গিয়েছে বিধাননগর স্টেশনের কাছে। 

অধ্যাপকের পরিবার সূত্রে খবর, প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যা ৭টা নাগাদ হাঁটতে বেরোতেন অভিজিৎ বাবু। রাত ৯টার মধ্যে তিনি ফিরে আসেন। কিন্তু গতকাল ৯টা বেছে গেলেও অভিজিৎ বাবু না ফেরায় খোঁজাখুঁজি শুরু করা হয়। এমনকি নিখোঁজ ডায়েরিও করা হয়। এরপরই এদিন সকাল ১১টা নাগাদ পরিবারের কাছে ফোন আসে যে একজনের দেহ পাওয়া গিয়েছে, যার সঙ্গে অভিজিৎ বাবুর মিল রয়েছে। তারপরই পরিবারের তরফে দেহ সনাক্ত করা হয়।

অভিজিৎ বাবুর ছেলে দিল্লিতে পড়াশুনা করেন। বাড়িতে থাকেন স্ত্রী। কিন্তু কী করে এই ঘটনা ঘটল? কে বা কারা অধ্যাপককে খুন করল? পুরো ঘটনা ঘিরেই ধোঁয়াশা ছড়িয়েছে। বাড়ির লোকের শোকে বিহ্বল দশা। তাঁরা কোনও কথা বলার অবস্থায় নেই। মুখ খুলতে চাননি বাড়ির লোক।

আরও পড়ুন, Sougata Roy: ক্ষুব্ধ দল, সৌগত রায়ের সঙ্গে সরাসরি কথা বলবে শীর্ষ নেতৃত্ব!

Kolkata Shootout: সিন্ডিকেট বিবাদে দিনেদুপুরে বাঁশদ্রোণীতে শুটআউট, গুলি-পাল্টা গুলি! জখম ২

Jitendra Tiwari: 'বেসুরো' জিতেন্দ্র তিওয়ারি? রাজ্য সরকারি প্রকল্পের 'প্রশংসা'য় বিজেপি নেতা!

Jhalda Councilor Murder: ২ TMC নেতাকে জিজ্ঞাসাবাদ CBI-র, হাজিরা এড়ালেন কাউন্সিলর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.