Mukul Roy: পিএসি চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়, ই-মেলে পাঠালেন ইস্তফাপত্র

বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জিতলেও, মমতা-অভিষেকের উপস্থিতিতে তাঁর তৃণমূলে 'ঘর ওয়াপসি' হয়। এরপর থেকে তাঁর পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা চলছেই। 

Updated By: Jun 27, 2022, 04:37 PM IST
Mukul Roy: পিএসি চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়, ই-মেলে পাঠালেন ইস্তফাপত্র

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদ ছাড়লেন বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। ই-মেল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। বেশ কয়েক মাস ধরেই অসুস্থ মুকুল রায় (Mukul Roy)। ফলে পিএসি-র বহু বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। এর ফলে পিএসি-র কাজকর্ম বাধাপ্রাপ্ত হচ্ছে। সেজন্য তিনি ইস্তফা দিয়ে থাকতে পারেন।

বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে জিতলেও, মমতা-অভিষেকের উপস্থিতিতে মুকুলের তৃণমূলে (TMC) 'ঘর ওয়াপসি' হয়। এরপর থেকে তাঁর পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা চলছেই। আইনি জটিলতাও জারি রয়েছে। সম্প্রতি আরও এক বছর পিএসি-র মেয়াদ বাড়ানো হয়েছে।

রাজ্য বিধানসভার ৪১টি গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে একটি হল পিএসি (PAC)। মুকুল রায়কে (Mukul Roy) ওই কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুলের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘটায়, অধ্যক্ষের সেই ঘোষণার বিরোধিতা করে বিজেপি। পাল্টা  অধ্যক্ষের কাছে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানায় গেরুয়া শিবির। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.