মোমিনপুর রহস্যমৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট পেতে পুলিসকে দিতে হল 'ঘুষ'

Updated By: May 21, 2015, 01:01 PM IST
মোমিনপুর রহস্যমৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট পেতে পুলিসকে দিতে হল 'ঘুষ'

 

ওয়েব ডেস্ক: ময়নাতদন্তের রিপোর্ট পেতে পুলিসকে দিতে হবে তিন হাজার টাকা। মৃতের আত্মীয়ের কাছ থেকে গুনে গুনে তিন হাজার টাকা নিচ্ছেন তদন্তকারী অফিসার। সে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। অবাক হচ্ছেন? আশ্চর্য লাগলেও এমনটাই অভিযোগ উঠেছে একবালপুর থানার এসআই এস কে পালের বিরুদ্ধে। গত ডিসেম্বরে মোমিনপুরে দোকানের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মহম্মদ ফৈয়াজ নামে এক ব্যক্তির। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছিল একবালপুর থানা। এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন এস কে পাল। অভিযোগ তার কাছ থেকে ময়নাতদন্তের রিপোর্ট পেতে ফৈয়াজের পরিবারকে দিতে হয়েছে তিন হাজার টাকা।

শুধু ঘুষ নেওয়ার অভিযোগই নয়। অভিযোগ আরও আছে। অভিযোগকারীকেই পেটানোর অভিযোগ উঠেছে একবালপুর থানার এই এসআই এস কে পালের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত পুলিসকর্মীদের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। থানার অভিযুক্ত সব পুলিসকর্মীকে বদলির নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে ওই সব পুলিসকর্মীর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়েরের নির্দেশও দেওয়া হয়। ওই থানায় নতুন পুলিসকর্মী নিয়োগ করে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

.