Mother of Abhijit Vinayak Passes Away: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়, শহরে নোবেলজয়ী পুত্র অভিজিৎ বিনায়ক

মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং নোবেল বিজয়ী প্রফেসর অভিজিৎ বিনায়ক ব্যানার্জির মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম’।

Updated By: Nov 3, 2023, 04:28 PM IST
Mother of Abhijit Vinayak Passes Away: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়, শহরে নোবেলজয়ী পুত্র অভিজিৎ বিনায়ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

তিনি নিজেও একজন অর্থনীতিবিদ ছিলেন এবং কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং নোবেল বিজয়ী প্রফেসর অভিজিৎ বিনায়ক ব্যানার্জির মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম’।

আরও পড়ুন: Jyotipriya Mallick: 'মমতাদি-অভিষেক সব জানেন! দল সঙ্গেই আছে,' জোর গলায় দাবি জ্যোতিপ্রিয়র

তিনি আরও লিখেছেন, ‘আমার নির্মলাদির সঙ্গে ভাল পরিচয় ছিল এবং এখনও অনেক মধুর স্মৃতি আছে। তার মৃত্যু আমাদের জনজীবনে একটি বড় ক্ষতি। অভিজিৎ, অনিরুদ্ধ, এস্থার ডুফলো সহ পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা’।

 

শুক্রবার বালিগঞ্জে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়কের মাকে শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা দেবী। এরপরেই তাঁকে শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: 'শুভ বিজয়া করতে' রাজভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ...

এর আগে শ্বাসকষ্টের সমস্যা সংক্রান্ত কারণে গত ২৬ অক্টোবর একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ে ২৯ তারিখ তাঁকে ছেড়ে দেওয়া হয়।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ শুক্রবার সকালে শহরে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নির্মলা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন কাজ করেছেন। সেই কথা মাথায় রেখে তাঁকে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.