আগামী বছরই সেন্টহুড পাচ্ছেন মাদার টেরেজা, শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগামী বছরই সেন্টহুড পাচ্ছেন মাদার টেরেজা। সিদ্ধান্ত সিলমোহর দিয়েছেন স্বয়ং পোপ ফ্রান্সিস।  মাদার টেরেজাকে কেন্দ্র করে দুটি অত্যাশ্চর্য ঘটনা বা মিরাকেলের প্রমাণ পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রোমান ক্যাথলিক চার্চ। মাদারের সেন্টহুডের খবর পেয়ে মিশনারিজ অফ চ্যারিটিজকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নীল পাড় সাদা শাড়ি। ছোটখাট চেহারা। মুখে সদাই হাসি লেগে রয়েছে। দরিদ্র, আর্ত, ক্ষুধার্ত মানুষের পাশে বারে বারে দেখা গেছে তাঁকে। তিনি মাদার টেরেজা। তাঁর মানবসেবার হাত ধরে শহর কলকাতা পেয়েছে এক নোবেলজয়ীকে। এবার মাদারের সন্ত উপাধি পাওয়া পাকা। সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন স্বয়ং পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, অন্তত দুটি অত্যাশ্চর্য ঘটনা বা মিরাকেলের সঙ্গে জড়িত ব্যক্তিকেই সেন্টহুড দেওয়া হয়। দুহাজার তিন সালে দক্ষিণ দিনাজপুরে বাসিন্দা মনিকা বেসরা দাবি করেন, মাদারের কাছে প্রার্থনা করে জটিল টিউমার থেকে সুস্থ হন তিনি। সেই দাবি মেনে নেয় ভ্যাটিকান। সেন্টহুড দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে মাদার টেরেজার বিয়াটিফিকেশন অনুষ্ঠান হয়। মাদারকে নিয়ে দ্বিতীয় মিরাকেলের খবর দিয়েছে ইতালির এক সংবাদপত্র।

Updated By: Dec 18, 2015, 09:45 PM IST
 আগামী বছরই সেন্টহুড পাচ্ছেন মাদার টেরেজা, শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: আগামী বছরই সেন্টহুড পাচ্ছেন মাদার টেরেজা। সিদ্ধান্ত সিলমোহর দিয়েছেন স্বয়ং পোপ ফ্রান্সিস।  মাদার টেরেজাকে কেন্দ্র করে দুটি অত্যাশ্চর্য ঘটনা বা মিরাকেলের প্রমাণ পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রোমান ক্যাথলিক চার্চ। মাদারের সেন্টহুডের খবর পেয়ে মিশনারিজ অফ চ্যারিটিজকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নীল পাড় সাদা শাড়ি। ছোটখাট চেহারা। মুখে সদাই হাসি লেগে রয়েছে। দরিদ্র, আর্ত, ক্ষুধার্ত মানুষের পাশে বারে বারে দেখা গেছে তাঁকে। তিনি মাদার টেরেজা। তাঁর মানবসেবার হাত ধরে শহর কলকাতা পেয়েছে এক নোবেলজয়ীকে। এবার মাদারের সন্ত উপাধি পাওয়া পাকা। সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন স্বয়ং পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, অন্তত দুটি অত্যাশ্চর্য ঘটনা বা মিরাকেলের সঙ্গে জড়িত ব্যক্তিকেই সেন্টহুড দেওয়া হয়। দুহাজার তিন সালে দক্ষিণ দিনাজপুরে বাসিন্দা মনিকা বেসরা দাবি করেন, মাদারের কাছে প্রার্থনা করে জটিল টিউমার থেকে সুস্থ হন তিনি। সেই দাবি মেনে নেয় ভ্যাটিকান। সেন্টহুড দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে মাদার টেরেজার বিয়াটিফিকেশন অনুষ্ঠান হয়। মাদারকে নিয়ে দ্বিতীয় মিরাকেলের খবর দিয়েছে ইতালির এক সংবাদপত্র।
জানা গেছে, ব্রাজিলের সান্টোসে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত এক ব্যক্তি মাদারের উদ্দেশে প্রার্থনা করে সুস্থ হয়ে ওঠেন। এরপরই সেন্টহুডে সম্মতি দেয় ভ্যাটিকান। মাদারের সেন্টহুডের খবর পেয়ে মিশনারিজ অফ চ্যারিটিজকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত দুহাজার ষোলোর সেপ্টেম্বর মাসে মদার টেরেজাকে সেন্টহুড দেবে রোমান ক্যাথলিক চার্চ।

.