বিজেপি নেতাদের নাম ধরে ধরে মামলা খুঁজছে রাজ্যের আইবি, অভিযোগ মুকুলের

মুকুল রায়ের দাবি, বিজেপির সঙ্গে এঁটে উঠতে না পেরে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করেছে রাজ্য সরকার।

Updated By: Jul 3, 2019, 05:01 PM IST
বিজেপি নেতাদের নাম ধরে ধরে মামলা খুঁজছে রাজ্যের আইবি, অভিযোগ মুকুলের

নিজস্ব প্রতিবেদন: বিজেপির নেতানেত্রীদের মিথ্যা মামলায় ফাঁসানোর তোড়জোড় করছে রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ। বুধবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুকুল রায়। একইসঙ্গে একটি নির্দেশিকাও ফাঁস করলেন বিজেপি নেতা। 

মুকুল রায়ের দাবি, বিজেপির সঙ্গে এঁটে উঠতে না পেরে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করেছে রাজ্য সরকার। সেই কাজে লাগানো হচ্ছে পুলিসকে। একটি নির্দেশিকাও সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন মুকুল। ওই নির্দেশিকায় কয়েকজন বিজেপি নেতার নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মামলাগুলি লিখিত আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ভিডিয়োক্লিপ।

নির্দেশিকায় নাম রয়েছে- দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং ও ভারতী ঘোষ। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারির পর বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি লিপিবদ্ধ করতে হবে থানাগুলিকে। পাঠাতে হবে ২ জুলাইয়ের মধ্যে। মুকুল রায়ের দেওয়ার নথি থেকে বোঝা যাচ্ছে, নির্বাচনী প্রচারে বিজেপি নেতানেত্রীরা কুকথা বা উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগগুলিই চেয়ে পাঠিয়েছে গোয়েন্দা বিভাগ। 

গতকাল লোকসভার অধিবেশনে দিলীপ ঘোষ অভিযোগ করেন, বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে শাসক দল। মেদিনীপুরের সাংসদ বলেন,''গাঁজা কেস দিয়ে জেলে পোরা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ নেই সরকারের। সাধারণ মানুষ নিরাপদ নন। রাস্তায় গুলি চালানো হয়েছে। দুজন লোক মরে গিয়েছে''।       

আরও পড়ুন- সংসদে ভাষণ নকলের অভিযোগ, বিবৃতি দিয়ে খারিজ করলেন মহুয়া

.