মুকুলের হাত শিবিরে যোগদানের খবরে ক্ষোভ কংগ্রেসের অন্দরে
বিজেপির দরজা আপাতত বন্ধ। এবার রাহুল গান্ধীর কাছে দরবার করেছেন মুকুল রায়। ইচ্ছে যোগ দেবেন কংগ্রেসে। কিন্তু, মুকুলের হাত শিবিরে যোগ দেওয়ার খবর ছড়াতেই তোলপাড় বিধানভবন। একাধিক প্রদেশ নেতা মুকুলকে দলে নেওয়ার বিপক্ষে।
ওয়েব ডেস্ক: বিজেপির দরজা আপাতত বন্ধ। এবার রাহুল গান্ধীর কাছে দরবার করেছেন মুকুল রায়। ইচ্ছে যোগ দেবেন কংগ্রেসে। কিন্তু, মুকুলের হাত শিবিরে যোগ দেওয়ার খবর ছড়াতেই তোলপাড় বিধানভবন। একাধিক প্রদেশ নেতা মুকুলকে দলে নেওয়ার বিপক্ষে।
মুকুল রায় বিজেপিতে যোগদান করতে পারেন এখবর শোনার পরই হৈচৈ পড়ে গিয়েছিল রাজ্য নেতাদের মধ্যে। কেউ বোঝাতে ছুটেছিলেন অমিত শাহকে। কেউ আবার অরুণ জেটলি-রাজনাথ সিংকে। মমতা-মোদী সম্পর্কের বরফ কিছুটা গলতেই মুকুল রায়ের বিজেপিতে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। বেগতিক বুঝে মুকুল ছুটেছিলেন রাহুল গান্ধীর কাছে। জানিয়ে এসেছেন কংগ্রেস তাঁকে নিলে সাংসদ পদ ছেড়ে তিনি দলে যোগ দেবেন।
রাহুলও তাঁকে ভেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই খবর চাউর হতেই রীতিমতো হৈহৈ কাণ্ড প্রদেশকংগ্রেসে। সভাপতি অধীর চৌধুরী মনে করেন,মুকুল অচ্ছ্যুত নন। কিন্তু, তাঁকে নেওয়া হবে কিনা তানিয়ে সেই সিদ্ধান্তের জন্য বল ঠেলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টেরই।
ক্ষুদ্ধ আরেক কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। তবে, প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে একটু হলেও সাবধানী।
কিন্তু, মুকুল প্রশ্নে কোনও আপস করতে রাজি নন আরেক কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
একই অভিমত কংগ্রেসের আরও কয়েকজন বিধায়কেরও। এখন প্রশ্ন,মুকুল এলে কি লাভ হবে কংগ্রেসের?