কৃষক-কল্যাণে কালজয়ী সিদ্ধান্ত, নেত্রীর 'অতুলনীয় নেতৃত্বে'র প্রশস্তি Mukul-র
বৃহস্পতিবার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: এই সেদিনও প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা রাজ্যে লাগু না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছিলেন মুকুল রায় (Mukul Roy)। সে সব এখন অতীত। তিনি ফিরে গিয়েছেন 'নিজের ঘরে'। বৃহস্পতিবার কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর নেত্রীর প্রশংসা করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর টুইটারে নেত্রীর সিদ্ধান্তে পঞ্চমুখ মুকুল (Mukul Roy)। তিনি লেখেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের অতুলনীয় নেতৃত্বে নতুন করে চালু হল কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের বার্ষিক আর্থিক সহযোগিতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বাংলার কৃষকদের কল্যাণে এটা কালজয়ী সিদ্ধান্ত।''
Under @MamataOfficial's unparalleled leadership, the GoWB has relaunched the #KrishakBandhu scheme.
The annual financial assistance for all farmers has now been DOUBLED!
This is a pathbreaking announcement for farmer's welfare in Bengal!
— Mukul Roy (@MukulR_Official) June 17, 2021
বৃহস্পতিবার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করেছেন, রাজ্যের ৬২ লক্ষ কৃষককে দেওয়া হবে বার্ষিক ১০ হাজার টাকা। আগে ৫ হাজার টাকা পেতেন তাঁরা। খেতমজুর, বর্গাদারদের ভাতা ২ হাজার টাকা থেকে বেড়ে হল ন্যূনতম ৪ হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানান,''আজই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেন ৯ লক্ষ ৭৮ হাজার কৃষক। আস্তে আস্তে বাকিরাও পেয়ে যাবেন।''
কিসান সম্মান নিধির চেয়ে এই প্রকল্পে বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন বলেও এ দিন দাবি করেন মমতা। বলেন,''কেন্দ্রীয় সরকারের প্রকল্পে লাভবান হন খুব কম লোক। কেন্দ্রের পরিকল্পনায় ২ একর জমি থাকলে মেলে ভাতা। আমরা সবাইকে দিই। কেন্দ্রের প্রকল্পের আওতায় নেই খেতমজুর, বর্গাদাররা।''
আরও পড়ুুন- জুলাইয়ের মধ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ঘোষণা Mamata-র; কীভাবে মূল্যায়ন?