মুকুলের দিল্লি যাত্রাকে কেন্দ্র করে গতি পেল নতুন গঠনের জল্পনা
বাংলার রাজনীতিতে নভেম্বর বিপ্লবের ইঙ্গিত তিনি আগে থাকতেই দিয়ে রেখেছিলেন। এবার নেতার দিল্লি যাত্রায় আরও গতি পেল নতুন দল গঠনের জল্পনা।
ওয়েব ডেস্ক: বাংলার রাজনীতিতে নভেম্বর বিপ্লবের ইঙ্গিত তিনি আগে থাকতেই দিয়ে রেখেছিলেন। এবার নেতার দিল্লি যাত্রায় আরও গতি পেল নতুন দল গঠনের জল্পনা।
গতকালই দিল্লি পৌঁছেছেন মুকুল রায়। শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছেন অমিতাভ মজুমদার, প্রদীপ ঘোষ, অনুপম দত্ত এবং অন্যান্যরাও। জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস তৈরির জন্য আজ বা কালই জাতীয় নির্বাচন কমিশনে যাবেন প্রতিনিধিরা। নতুন দল গঠনে আপত্তি জানানোর শেষ দিন ছিল ৩১ অক্টোবর। সে বিষয়ে কে, কেন আপত্তি জানিয়েছে তাও জানা যাবে কমিশনের দফতরে বৈঠক থেকে। তবে মুকুল ঘনিষ্ঠরা মনে করছেন নতুন দল গঠন এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।
অন্যদিকে অমিতাভ মজুমদার, প্রদীপ ঘোষদের সঙ্গে একই কামরায় দিল্লি গেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শীলভদ্র দত্ত-ও।