সন্ধিপুজো শেষে মনখারাপের নবমী

সন্ধি পুজো শেষ। সকলের চোখেই জল। আর মাত্র একদিন। আজ মহানবমী। কালই দেবীর বিসর্জন। ফের এক বছরের অপেক্ষা। তাই অষ্টমীর রাত থেকে নবমীর সকাল। শহরের মণ্ডপে মণ্ডপে ছিল উপচে পড়া ভির। শেষ দিনের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই হাজির দর্শনার্থীরা।

Updated By: Oct 23, 2012, 11:03 AM IST

সন্ধি পুজো শেষ। সকলের চোখেই জল। আর মাত্র একদিন। আজ মহানবমী। কালই দেবীর বিসর্জন। ফের এক বছরের অপেক্ষা। তাই অষ্টমীর রাত থেকে নবমীর সকাল। শহরের মণ্ডপে মণ্ডপে ছিল উপচে পড়া ভির। শেষ দিনের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই হাজির দর্শনার্থীরা।
আবেগ, ভক্তি আর উত্‍সব সব একাকার হয়ে গিয়েছিল মহাষ্টমী সন্ধে। কুমারী পুজো থেকে রাতে মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো। মণ্ডপে মণ্ডপে ঘোরার প্রতিযোগিতায় মহাষ্টমী আগের দুদিনকে টেক্কা দিলেও মহানবমী যেন সকাল থেকেই প্রস্তত অষ্টমীকে ছাপিয়ে যেতে। আজ থেকে আর এক মুহূর্তও নষ্ট করা যাবে না। দুর্গাপুজোর আনন্দ সবটুকু উপভোগ করতে মরিয়া বাঙালী।
শহর, রাজ্য, দেশ-বিদেশের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এখন চলছে মহানবমীর পুষ্পাঞ্জলি। এরপরেই রয়েছে মহানমমবীর মহাভোজের পালা। আর নবমীর ভোগ মানেই ঝুরঝুরে ভাতের সঙ্গে খাঁটি বাঙালির পাঁঠার মাংস। সন্ধে হতেই জনজোয়ারে ভাসবে শহর। রাত পোহালেই শুরু হবে মাকে বিদায় জানানোর তোরজোড়। থাক না সে কথা। আপাতত কালকের কথা দূরে সরিয়ে রেখে নবমীর আনন্দে মাতোয়ারা হতে প্রস্তুত বাঙালি।

.