চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটাতে NRS-এ পৌঁছল নবান্নের চিঠি

চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটাতে NRS-এর আন্দোলনকারীদের কাছে পৌঁছাল নবান্নের চিঠি

Updated By: Jun 17, 2019, 12:25 PM IST
চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটাতে NRS-এ পৌঁছল নবান্নের চিঠি

নিজস্ব প্রতিবেদন: চিকিৎসা পরিষেবায় দীর্ঘ অচলাবস্থা কাটাতে মরিয়া রাজ্য সরকার। NRS-এর আন্দোলনকারীদের দাবি মেনেই তাঁদের কাছে পৌঁছল নবান্নের আমান্ত্রণ পত্র। পাশাপাশি জানা যাচ্ছে,  জুনিয়র চিকিৎসকদের পরবর্তী দাবি অনুযায়ী গোটা বৈঠক লাইভ না হলেও নিরপেক্ষ ক্যামেরা দিয়েই তা রেকর্ড করা হবে এই বৈঠক। খবর অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অফিসে আমন্ত্রণ পত্র তৈরি করার পর তা পৌঁছায় NRS হাসপাতালে। চিঠিতে জানানো হয়েছে ৩টে থেকে শুরু হবে বৈঠক। কাজেই আড়াইটের মধ্যে ১৪টি হাসপাতালের প্রতিনিধিদের পৌঁছানোর আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বৈঠক রেকর্ডের কথাও উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটাতে NRS-এর আন্দোলনকারীদের কাছে পৌঁছাল নবান্নের চিঠি

এদিকে ফের শুরু হয়েছে আন্দোলনকারীদের জিবি। নিজেদের মধ্যে কথা বলেই তাঁরা তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। মধ্যস্থতা স্বীকার করে নবান্নে আদৌ তাঁরা যাচ্ছেন কীনা তা জানা যাবে জিবির পরেই। অন্যদিকে নবান্নের তরফে জানানো হয়েছে, গতকাল ছুটি থাকার কারণেই অফিসিয়াল আবেদন পত্র পাঠানো সম্ভব হয়নি। তাহলে কী রফাসূত্র আজই? আশার আলো দেখছেন রাজ্যবাসী

Tags:
.