রাত জেগে ফাইনাল দেখে দেরিতে জাগল নবান্ন
একে রাত জেগে ফাইনাল দেখার ধকল। তার ওপর সিংহভাগ আবার মেসিদের সমর্থক। তাই আর্জেন্টিনার হারে মুখ ভার। কিন্তু সপ্তাহের প্রথম দিন তো আর অফিস কামাই করা চলে না। তাই আজ বিভিন্ন সরকারি অফিসে বেশ খানিকটা দেরিতেই ঢুকতে দেখা গেল কর্মীদের।
একে রাত জেগে ফাইনাল দেখার ধকল। তার ওপর সিংহভাগ আবার মেসিদের সমর্থক। তাই আর্জেন্টিনার হারে মুখ ভার। কিন্তু সপ্তাহের প্রথম দিন তো আর অফিস কামাই করা চলে না। তাই আজ বিভিন্ন সরকারি অফিসে বেশ খানিকটা দেরিতেই ঢুকতে দেখা গেল কর্মীদের।
ফাঁকা অফিস। এ ছবি খোদ নবান্নের। সকাল সাড়ে এগারোটা বেজে গেলেও সোমবার যেখানে কর্মী ছিল হাতে গোনা। রাত জেগে ফাইনাল দেখার জন্য কলকাতায় বেশ কয়েকটি স্কুল আগেভাগেই ছুটি ঘোষণা করে। কিন্তু অফিসে তো আর তেমন হওয়ার জো নেই। তাই কর্মীরা এদিন এলেন, তবে বেশ খানিকটা দেরিতে।
ফাইনালের এমন হ্যাংওভার শুধু মহাকরণ নয়, দেখা গিয়েছে শহরের বেশিরভাগ সরকারি অফিসেই।