'গুলি খেয়ে মরছে জেলার কর্মীরা, আর নেতারা বসে আছে', বিক্ষোভে উত্তাল বিজেপি রাজ্য দফতর
নদীয়া বিজেপি নেতাদের গলায় আবার অন্য সুর। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আজ ক্ষোভ উগরে দেন বিজেপির কর্মী, সমর্থকরা।
নিজস্ব প্রতিবেদন : কলকাতায় রাজ্য বিজেপির দফতরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই। নদীয়া দক্ষিণের জেলা সভাপতি মানবেন্দ্রনাথ রায়কে সরানোর দাবিতে বিজেপি অফিসে সামনে দফায় দফায় বিক্ষোভ। রাজ্য বিজেপি দফতরের বাইরে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিক্ষোভকারী বিজেপি কর্মীদের মূল দাবি, নদীয়া দক্ষিণে শান্তিপূর্ণভাবে সাংগঠনিক নির্বাচন করতে হবে। সরাতে হবে বিজেপির নদীয়া জেলা সভাপতিকে। এদিন দ্বন্দ্ব মেটেতে রাজ্য দফতরে তলব করা হয় নদীয়া জেলা কমিটি নেতৃত্বকে। বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেন অনেক। কিন্তু তাতেও সেরকম কিছু লাভ হয়নি। বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।
সূত্রের খবর, মানবেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে তিরিশের বেশি মন্ডল সভাপতি এককাট্টা হয়ে অভিযোগ করেছেন। তাঁকে পদ থেকে সরানোর দাবিতে লিখিত অভিযোগ জমা পড়েছে। যদিও বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং দাবি করেছেন, "কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে বিরোধ ছিল। সেটা মিটে গিয়েছে।"
আরও পড়ুন, নানুরের বিজেপি কর্মীর মৃত্যুতে মমতার বিরুদ্ধে 'বিস্ফোরক' মুকুল
কিন্তু, নদীয়া বিজেপি নেতাদের গলায় আবার অন্য সুর। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আজ ক্ষোভ উগরে দেন বিজেপির কর্মী, সমর্থকরা। তাঁদের বলতে শোনা যায়, "গুলি খেয়ে মরছে জেলার কর্মীরা। আর রাজ্য নেতারা এখানে বসে আছে।" বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায় তাঁদের।