'গৃহবন্দি' দশায় কী কী করতে পারবেন ফিরহাদরা? নিয়ম বেঁধে দিল হাইকোর্ট

৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 

Updated By: May 21, 2021, 11:39 PM IST
'গৃহবন্দি' দশায় কী কী করতে পারবেন ফিরহাদরা? নিয়ম বেঁধে দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: জামিন হল না। দুই বিচারপতির মতভেদের পর চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বৃহত্তর বেঞ্চে পরবর্তী শুনানির সম্ভাবনা সোমবার। গৃহবন্দি দশায় কীভাবে থাকতে হবে, তার নির্দেশও দিয়েছে আদালত।       

 

পুরসভায় যেতে না পারলে ফিরহাদ কোভিডের বিরুদ্ধে লড়াই করবেন কীভাবে? প্রশ্ন করেছিলেন অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর জামিন চেয়েছিলেন। তবে তা হয়নি। আপাতত গৃহবন্দি ফিরহাদ হাকিমরা। বাড়িতেই তাঁদের ভার্চুয়ালি অফিসিয়াল কাজ সম্পন্ন করার ছাড়পত্র দিয়েছে আদালত।       

আদালতের গৃহবন্দি নির্দেশ 

অভিযুক্তদের বাড়ির সামনে সিসিটিভি না থাকলে তার ব্যবস্থা করতে হবে। 

প্রশাসনিক কাজকর্মের ফাইলপত্র পাঠাতে হবে অনলাইনেই। 

যদি কেউ অভিযুক্তদের সঙ্গে দেখা করতে আসেন তাহলে কে এসেছেন, কেন এসেছেন, কখন এসেছেন, কতক্ষণ ছিলেন, সমস্তটা নথিভুক্ত করতে হবে।

সরকারি আধিকারিক দেখা করতে পারবেন না। 

যদি কোনও প্রশাসনিক বৈঠক থাকে তবে তা ভার্চুয়ালি করতে হবে। ভিডিয়ো কনফারেন্সের তথ্য রেকর্ড করে রাখতে হবে। অন্য কোনও কাজে ভিডিয়ো কনফারেন্স করা যাবে না।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না ৪ অভিযুক্ত। 

এদিন সন্ধেয় চেতলার বাড়িতে ফেরেন ফিরহাদ হাকিম। বাড়িতে কলকাতার কোভিড পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা নিয়ে এ দিন পুর আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছেন ফিরহাদ হাকিম। 

 

আরও পড়ুন- কল্যাণের কাছে রসগোল্লা খেতে চাইলেন CBI আইনজীবী,গ্রেফতার করবেন না যেন! মশকরা সিঙ্ঘভির

.