Bidhannagar: গালাগালির প্রতিবাদ করার ভয়ঙ্কর ঘটনা, প্রতিবেশীর লেলিয়ে দেওয়া পোষ্যের কামড়ে ক্ষতবিক্ষত সল্টলেকের বাসিন্দা

 প্রতিবেশী সুতিতেস কেনেডি গালিগালাজ ও অশ্লীল মন্তব্য করায় তার প্রতিবাদ করেছিলেন অবিনাশ কুমার নামে এক ব্যক্তি

Updated By: Jan 8, 2022, 05:10 PM IST
Bidhannagar: গালাগালির প্রতিবাদ করার ভয়ঙ্কর ঘটনা, প্রতিবেশীর লেলিয়ে দেওয়া পোষ্যের কামড়ে ক্ষতবিক্ষত সল্টলেকের বাসিন্দা
আক্রান্ত অবিনাশ কুমার

নিজস্ব প্রতিবেদন: প্রতিবেশীর দিকে নিজের পোষ্য লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠল সল্টলেকের আইসি ব্লকের এক ব্যক্তির দিকে। অভিযুক্ত সুমিতেস কেনেডিকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

অভিযোগ, প্রতিবেশী সুতিতেস কেনেডি গালিগালাজ ও অশ্লীল মন্তব্য করায় তার প্রতিবাদ করেছিলেন অবিনাশ কুমার নামে এক ব্যক্তি। এরপরই অবিনাশের দিকে নিজের পোষা কুকুরটিকে লেলিয়ে দেয় সুমিতেস। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয় যায় আইসি ব্লকের বাসিন্দা ও প্রতিরক্ষা দফতরের ওই কর্মীর দেহ।

পুলিস সূত্রে খবর, কোনও কারণে সুমিতেস কেনেডির সঙ্গে ব্লকের অন্য আবাসিক সুনীল লালের বচসা হচ্ছিল। সেই সময় অবিনাশ কুমার তা জানতে গেলে তাকে দেখে কুকুর লেলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবিনাশ কুমারের দেহ অন্তত ২০ জায়গায় কামড়েছে ওই কুকুর। হাতে হয়ে গিয়েছে বিশাল ক্ষত।

আরও পড়ুন-আমার ব্যক্তিগত মত, সবকিছু দু'মাস বন্ধ রাখা উচিত: অভিষেক

হইচই শুনে স্থানীয় লোকজন এস অবিনাশকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুই হাতেই ব্যান্ডেজ করতে হয়েছে অবিনাশের। এনিয়ে অভিযাগ হয় বিধাননগর দক্ষিণ থানায়। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় সুমিতেস কেনেডিকে। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আগেও কিছু অভিযোগ রয়েছে। তবে এবার কেন এরকম মারাত্মক ঘটনা তা খতিয়ে দেখছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.