প্রকাশিত হল আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের নতুন বই 'দৌড়'

এর আগে তাঁর  'সাদা-কালো' ও 'গরাদের আড়ালে' নামে দুটি বই প্রকাশিত হয়েছিল।  

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Feb 6, 2021, 11:34 PM IST
প্রকাশিত হল আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের নতুন বই 'দৌড়'

নিজস্ব প্রতিবেদন: আইনি পেশায় সফল, আবার কলম হাতেও সাবলীল। সাধারণ ছেলেদের অসাধারণ হয়ে ওঠার কাহিনী এবার মলাটবন্দি করলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়। কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রকাশিত হল তাঁর নতুন বই 'দৌড়'। অনুষ্ঠানে হাজির ছিলেন সাংবাদিক স্নেহাশিস শূর-সহ আরও অনেকেই।

আরও পড়ুন: সম্মান দিয়েই বলছি, মদন'দা কিন্তু বাংলার ক্রাশ: Saayoni

কলকাতা শহরের অন্য়তম নামজাদা উকিল। দীর্ঘ কর্মজীবনে লড়েছেন বহু গুরত্বপূর্ণ মামলা। বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির আইনি বিশ্লেষণে টিভির পর্দায় নিয়মিত দেখতে পাওয়া যায় জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়কে। পেশার সুবাদে বহু মানুষের সঙ্গে মেশানোর সুযোগ পেয়েছেন তিনি। খুব কাছ থেকে দেখেছেন তাঁদের জীবনের চড়াই-উতরাই। সেই সব অভিজ্ঞতা নিয়ে আরও একটি বই লিখে ফেললেন জয়ন্তনারায়ণ। বইটি প্রকাশ করেছে কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা। এক আইনজীবীর কলমে জীবনের বাস্তব দলিল। জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়ের লেখা বই 'দৌড়' এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল কলকাতা প্রেস ক্লাবে। এর আগে একই লেখকের  'সাদা-কালো' ও 'গরাদের আড়ালে' নামে দুটি বই প্রকাশিত হয়েছিল।

.