মেট্রোয় চালু হচ্ছে নতুন প্রযুক্তি

বদলে ফেলা হবে মেট্রোরেলের ২২ টি পুরোনো রেক। তার জায়গায় আনা হবে নতুন রেক। এর মধ্যে অধিকাংশই এসি। শুক্রবার রেলমন্ত্রীর সঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

Updated By: Jan 27, 2012, 04:10 PM IST

বদলে ফেলা হবে মেট্রোরেলের ২২ টি পুরোনো রেক। তার জায়গায় আনা হবে নতুন রেক। এর মধ্যে অধিকাংশই এসি। শুক্রবার রেলমন্ত্রীর সঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।
চালক সিগন্যাল উপেক্ষা করলে ট্রেন যাতে আপনা থেকেই দাঁড়িয়ে যায়, সেজন্য মেট্রোয় নতুন প্রযুক্তি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বৈঠকে ঠিক হয়েছে, রেলের যাত্রী সুরক্ষায় জোর দেওয়া হবে। শহরতলির ট্রেন ও সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ, অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম চালু করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী যাত্রী সুরক্ষা সহ রেলের আধুনিকীকরণের কথা বললেও প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে, তার কোনও সদুত্তর দিতে পারেননি রেল বোর্ডের চেয়ারম্যান।

.