ভরসন্ধেয় ঘরে ঢুকে দুষ্কৃতীদের গুলি, নিউটাউনে খুন যুবক

চঞ্চলের ভাই দেবকুমার মণ্ডল বলেন, ঘরে ঢুকে দাদাকে দুটো গুলি করে ওরা। দুটো গুলি লাগে মুখে

Updated By: Nov 19, 2018, 09:05 AM IST
ভরসন্ধেয় ঘরে ঢুকে দুষ্কৃতীদের গুলি, নিউটাউনে খুন যুবক

নিজস্ব প্রতিবেদন: ঘরে ঢুকে গুলি চালিয়ে দিল দুষ্কৃতীরা। খুন নিউটাউনের যুবক।

রবিবার ভরসন্ধেয় পাথরঘাটার মালোপাড়ায় চঞ্চল মণ্ডলের বাড়ি ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। দুটি বাইকে চড়ে আসে তারা। বাড়িতে ঢুকেই তারা দুটি গুলি চালায় চঞ্চলকে লক্ষ্য করে। বাড়ির লোকের সামনেই লুটিয়ে পড়েন চঞ্চল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন-দিলীপ ঘোষের কনভয় ও জয় ব্যানার্জির গাড়িতে হামলা! সোমবার প্রতিবাদের ডাক বিজেপি-র

চঞ্চলের মেয়ে কোয়েল মণ্ডল সংবাদমাধ্যমে জানিয়েছে, বাড়ির সামনে তিনটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের জিজ্ঞাসা করি কেন দাঁড়িয়ে রেয়েছেন। ওরা বলে চঞ্চলের সঙ্গে দেখা করতে চাই। জানতে চাইলাম কী ব্যাপার। ওরা জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাই। ওরা জিজ্ঞাসা করল বাবা বাড়ি রয়েছে কিনা। বললাম বাড়ি নেই। এরপরই তারা বাড়িতে ঢুকে পড়ে। এরপরই দুটো গুলির আওয়াজ শুনতে পেলাম।

আরও পড়ুন-বদল হচ্ছে দেশের তিন হাইকোর্টের নাম, আসছে নতুন বিল

চঞ্চলের ভাই দেবকুমার মণ্ডল বলেন, ঘরে ঢুকে দাদাকে দুটো গুলি করে ওরা। দুটো গুলি লাগে মুখে। এরপরই তারা বাইকে চড়ে পালিয়ে যায়। এদিকে, ব্যক্তিগত আক্রোশ নাকি অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিস। দেবকুমার আরও বলেন, দাদা জমি জায়গা মাপজোক করে, বাড়ির প্ল্যান করে। ওর কোনও শত্রু কীভাবে থাকবে।  

     

.