নিউটাউন শুটআউটে পিংলা-যোগ, তদন্তকারীদের হাতে নতুন তথ্য
নিউটাউনকাণ্ডে (Newtown Shootout) ক্রমেই জাল গোটাচ্ছে পুলিস। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
নিজস্ব প্রতিবেদন: নিউটাউন শুটআউটে (Newtown Shootout) এবার জড়াল পশ্চিম মেদিনীপুরের পিংলার নাম। পুলিস সূত্রে খবর, পিংলার বাসিন্দা আকাশ পালের আধার কার্ড দেখিয়ে কেনা হয় নতুন সিম কার্ড। সেই সিম ব্যবহার করেই সাপুরজিতে ফ্ল্যাট ভাড়া নেয় গ্যাংস্টাররা।
নিউটাউনকাণ্ডের তদন্তে (Newtown Shootout) ক্রমেই জাল গোটাচ্ছে পুলিস। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পঞ্জাবের গ্যাংস্টারদের শিকড় খুঁজতে গিয়েই সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার নাম। পুলিস সূত্রে খবর, নিউটাউনকাণ্ডে পশ্চিম মেদিনীপুরের পিংলার যোগ মিলেছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে কেনা হয় সিম কার্ড। ১৭ই মে আকাশ পাল নামে এক ব্যক্তির নথিপত্র দেখিয়ে কেনা হয় সিম। আকাশ পিংলার পশ্চিম রামপুরের বাসিন্দা। আকাশের নামে কেনা সিম কার্ড ব্যবহার করেই জমিবাড়ির দালালদের সঙ্গে যোগাযোগ করেন ভরত কুমার।
তবে সাপুরজির পিংলা যোগের এখনও কিছু মিসিং লিঙ্ক রয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, আকাশ পাল কি কোনওভাবে এই চক্রান্তের সঙ্গে জড়িত? কীভাবে আকাশের নথিপত্র হাতে পেল গ্যাংস্টাররা? আকাশের নথিপত্র দেখিয়ে সিমকার্ডটি কে কিনেছিল? প্রশ্ন অনেক। উত্তর হাতড়ে বেড়াচ্ছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- লিঙ্কম্যান সুমিত কুমারের পাসপোর্ট-প্যান দিয়ে সিম, নিউটাউনের ফ্ল্যাটের চুক্তি!