নতুন জীবনে পা দিতে যাওয়া নির্মল কুমার আর নেই!

হয়ত এরই নাম নিয়তি। পাত্রী দেখে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফিরেছিলেন সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থার বাসিন্দা নির্মল কুমার। ট্রেন প্রায় ৫ ঘণ্টা দেরিতে চলায় হাওড়ায় পৌছোয় বেলা ১২টা নাগাদ। তারপর ট্যাক্সি নিয়ে অভিশপ্ত পোস্তা এলাকা দিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। ঠিক সেইসময়ই ঘটে যায় বিপর্যয়। ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল।

Updated By: Apr 1, 2016, 03:17 PM IST
নতুন জীবনে পা দিতে যাওয়া নির্মল কুমার আর নেই!

ওয়েব ডেস্ক: হয়ত এরই নাম নিয়তি। পাত্রী দেখে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফিরেছিলেন সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থার বাসিন্দা নির্মল কুমার। ট্রেন প্রায় ৫ ঘণ্টা দেরিতে চলায় হাওড়ায় পৌছোয় বেলা ১২টা নাগাদ। তারপর ট্যাক্সি নিয়ে অভিশপ্ত পোস্তা এলাকা দিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। ঠিক সেইসময়ই ঘটে যায় বিপর্যয়। ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল।

দুর্ঘটনার খবর পেয়ে ভাইয়ের সঙ্গে ফোনে লাগাতার চেষ্টার যোগাযোগ করেন ভাই নীরজ। কিন্তু লাইন পাননি। অবশেষে বিকেল পাঁচটা নাগাদ ভাই নির্মলের ফোনে রিং হয়। ফোন তোলেন মেডিক্যাল কলেজে মোতায়েন এক পুলিসকর্মী। তখনই জানতে পারে, সদ্য নতুন জীবনে পা দিতে যাওয়া তাঁর ভাই আর নেই। নির্মলের মৃত্যুসংবাদে সল্টলেকের কেসি বাইশ ব্লকে শোকের ছায়া।

.