Jagdeep Dhankhar, Mamata Banerjee: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এবার রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী
২০১০ সালে এই সুপারিশ করেছিল পুঞ্ছি কমিশন। রাজনাথ সিং ছিলেন সেই কমিশনে।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে এবার থেকে মুখ্যমন্ত্রী। রাজ্যপালের বদলে আচার্য এবার মুখ্যমন্ত্রী। রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে এবার থেকে মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই সিদ্ধান্ত পাস করানো হবে বিধানসভায়। নবান্নে একথা জানিয়েছেন ব্রাত্য় বসু।
নবান্নে ব্রাত্য বসু বলেন, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা এবার বিধানসভায় যাবে। সিদ্ধান্ত পাস করানোর জন্য পাঠানো হবে বিধানসভায়। বিধানসভায় পাস হওয়ার পর, তারপর তা আইন হিসেবে গৃহীত হবে। প্রসঙ্গত, ওয়াকিবহলের মতে, আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, এটা সম্পূর্ণটাই রাজনৈতিক সিদ্ধান্ত। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের যে সমীকরণ, তারই ফলস্বরূপ এই সিদ্ধান্ত।
Today we have taken a decision that all state-run universities will have the CM - and not Governor - as the Chancellor. This will be taken to the Assembly for the Act to be amended: West Bengal Minister Bratya Basu
(File photo) pic.twitter.com/4ExFwkcvo2
— ANI (@ANI) May 26, 2022
যদিও জানা যাচ্ছে, ২০১০ সালে এই সুপারিশ করেছিল পুঞ্ছি কমিশন। রাজনাথ সিং ছিলেন সেই কমিশনে। ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরল এই বিধি গ্রহণ করেছে। ২০০৭ সালে মদনমোহন পুঞ্ছির নেতৃত্বে কমিটি গঠিত হয়। ২০১০ সালে কমিটি রিপোর্ট দেয়। কেন্দ্র রাজ্য সম্পর্ক, শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা সহ একাধিক বিষয়ে সুপারিশ করে কমিটি। একগুচ্ছ সুপারিশের মধ্যে ছিল এই সুপারিশটিও।
আরও পড়ুন, Rain Alert: কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের ২ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সাবধানবাণী হাওয়া অফিসের