আগামী দুদিনে কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
অন্যদিকে, উত্তরের দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
নিজস্ব প্রতিবেদন: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবার সকাল থেকেই তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
বিপর্যয়ের রেশ কাটিয়ে ঘুরে দাঁড়াল বউবাজার, দুর্গাপুজো এবারও হবে যথাস্থানেই
অন্যদিকে, উত্তরের দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ মালদা হয়ে বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে মধ্যপ্রদেশের নিম্নচাপও। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই ।
তবে আগামী দুদিনে আন্দামানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।