আজও কলকাতার রাস্তায় ট্যাক্সির দেখা নেই

সপ্তাহের প্রথম দিনে আজ আবারও ট্যাক্সি দুর্ভোগের মুখে পড়লেন যাত্রীরা। ইউনিয়ন সূত্রের খবর সমাবেশে যোগদানের কারণে অধিকাংশ ট্যাক্সিচালক আজ গাড়ি বের করবেন না। সকাল থেকেই শহরের রাস্তায় উধাও ট্যাক্সি। যে কটা হাতে গোনা ট্যাক্সি দেখা যাচ্ছে সমাবেশে যোগ দেওয়ার পরিনামে আজ আবারও কলকাতা ট্যাক্সিবিহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।  বুধবার থেকে ৭২ ঘণ্টা বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে সপ্তাহ জুড়েই শহরে পথদুর্ভোগের  আশঙ্কা থাকছেই।

Updated By: Aug 18, 2014, 10:51 AM IST
আজও কলকাতার রাস্তায় ট্যাক্সির দেখা নেই

ওয়েব ডেস্ক:সপ্তাহের প্রথম দিনে আজ আবারও ট্যাক্সি দুর্ভোগের মুখে পড়তে পারেন যাত্রীরা। ইউনিয়ন সূত্রের খবর সমাবেশে যোগদানের কারণে অধিকাংশ ট্যাক্সিচালক আজ গাড়ি বের করবেন না।  প্রায় ৮০ শতাংশ ট্যাক্সি আজ রাস্তায় নামেনি। সমাবেশে যোগ দেওয়ার পরিনামে আজ আবারও কলকাতা ট্যাক্সিবিহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।  বুধবার থেকে বাহাত্তর ঘণ্টা বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে সপ্তাহ জুড়েই শহরে পথদুর্ভোগের  আশঙ্কা থাকছেই।

কলকাতায় ট্যাক্সি দৌরাত্ম্য রুখতে নরম-গরম অবস্থানই জারি রাখে রাজ্য সরকার। ট্যাক্সিচালকরা যাত্রী প্রত্যাখান চালিয়ে গেলে, সরকার যে আইনি পথে কড়া ব্যবস্থা নেবে তা পরিষ্কার করে দিয়েছিলেন পরিবহণ সচিব। যাত্রী হয়রানি, ধর্মঘটও বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

যাত্রীপ্রত্যাখ্যানের বিরুদ্ধে পুলিসি ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়ে ছিলেন পুলিস কমিশনারও। তবে নিয়ম মেনে যাঁরা ট্যাক্সি চালাবেন, রাজ্য সরকার তাঁদের বাড়তি রুট পারমিট দেওয়া সমেত বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন পরিবহণসচিব।

.