Calcutta High Court: হাইকোর্টের হস্তক্ষেপের পর সরকারি তালিকায় ফিরল শুভেন্দুর লালবাতি!

'গাড়িতে কারা লালবাতি ব্যবহার করতে পারবেন'? নির্দেশিকা জারি করল প্রশাসন। লালবাতির বেআইনি ব্যবহার রুখতে অভিযান চালানোরও নির্দেশ পুলিসকে।  

Updated By: Nov 22, 2022, 07:10 PM IST
 Calcutta High Court: হাইকোর্টের হস্তক্ষেপের পর সরকারি তালিকায় ফিরল শুভেন্দুর লালবাতি!

সুতপা সেন ও জ্যোতির্ময় কর্মকার: হাইকোর্টের হস্তক্ষেপে ফিরছে লালবাতি। 'কারা ব্যবহার করতে পারবেন'? তালিকায় ফিরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে লালবাতি ব্যবহারে নির্দেশিকা জারি করল প্রশাসন।

ব্যবধান মাস তিনেকের। গরু পাচারকাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। অভিযুক্তকে যখন দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, তখন দিল্লি হাইকোর্টে মামলা করলেন কেষ্ট। এদিন আদালতে মামলাকারী আইনজীবী কপিল সিব্বল বলেন, 'গোরু পাচারকাণ্ডের যাবতীয় ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। অনুব্রত এখন জেলে। ইডি চাইলে পশ্চিমবঙ্গেই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে'। সায়গল হোসেনের প্রসঙ্গ তুলে এ বিষয়ে আপত্তি জানায় ইডি। শুক্রবার মামলাটির শুনানি।

এদিকে গোরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন অনুব্রত। এমনকী, চলতি বছরের এপ্রিল মাসে যখন সিবিআই তলব করেছিল, তখনও বীরভূম থেকে লালবাতি লাগানো গাড়িতেই কলকাতায় এসেছিলেন তিনি। নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। 

আরও পড়ুন: Partha Chatterjee: 'মাংস চাই ৬ পিস, লাগবে মোবাইলও', জেলে বসে একের পর এক 'হুকুম' পার্থর!

এপ্রিল মাসের শেষের দিকেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। তাঁর প্রশ্ন, 'অনুব্রত মণ্ডল এমন কোনও পদে নেই, যাতে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা যায়। তাহলে কীভাবে লালবাতি লাগানো গাড়ি ব্য়বহার করেন তিনি? পুলিস কেন ব্যবস্থা নিল না'?

এদিন শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চান, 'রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কেন? বিভিন্ন জায়গায় হাড়িতে বাতির ব্যবহার চোখে পড়ে, সবই কি বৈধ'? সোমবারের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। 'গাড়িতে কারা লালবাতি ব্যবহার করতে পারবেন'? এবার নির্দেশিকা জারি করল প্রশাসন। শুধু তাই নয়, রাজ্যে লালবাতির বেআইনি ব্যবহার রুখতে আগামী ২ সপ্তাহ ধরে অভিযান চালানোরও নির্দেশ দেওয়া হল পুলিসকে।

গাড়িতে ফ্ল্যাশার-সহ লালবাতি
-----------------------------------
মুখ্যমন্ত্রী
রাজ্যপাল
প্রধান বিচারপতি-সহ হাইকোর্টের বিচারপতিরা
বিধানসভার বিরোধী দলনেতা
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

গাড়িতে  ফ্ল্যাশার ছাড়া লালবাতি
------
বিধানসভার ডেপুটি স্পিকার
কলকাতার পুরসভার মেয়র

এর আগে, গোরুপাচারকাণ্ডে আসানসোলে সংশোধানাগারে অনুব্রতকে জেরা করে ইডি-র আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় কার্যত কোনও প্রশ্নেরই উত্তর দেননি কেষ্ট। শুধু ঘাড় নেড়েছেন! শেষপর্যন্ত গ্রেফতার করা হয় কেষ্টকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.