কুনালকে এবার জেরা ইডি-র, মঙ্গলবার ডেকে পাঠানো হল সাংসদকে
এবারে সারদাকাণ্ডের তদন্তে সাংসদ কুনাল ঘোষকে জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। জেরার জন্য তাঁকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে। সারদা কাণ্ডের তদন্তে আগেই সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি।
এবারে সারদাকাণ্ডের তদন্তে সাংসদ কুনাল ঘোষকে জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। জেরার জন্য তাঁকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে। সারদা কাণ্ডের তদন্তে আগেই সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি।
এবারে তারা কথা বলতে চায় তৃণমূল সাংসদ কুনাল ঘোষের সঙ্গে। ইডির তরফে ডেকে পাঠানোর কথা কুনাল ঘোষ নিজেই জানিয়েছেন। মঙ্গলবার কুনাল ঘোষ অথবা তাঁর প্রতিনিধি ইডির গোয়েন্দাদের মুখোমুখি হতে পারেন বলে জানানো হয়েছে।
সিবিআইকে লেখা চিঠি ও সংস্থার কর্তাদের ই-মেল। সংস্থার ভরাডুবির কারণ হিসেবে দু` জায়গায় দু` রকম তথ্য দিয়েছেন সুদীপ্ত সেন। এমনই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। পুলিস তাঁকে বারবার জেরা করায় কুণাল ঘোষ এবার প্রশ্ন তুললেন তদন্তের পদ্ধতি নিয়ে। যাঁরা বিষয়টি সম্পর্কে জানেন, তাঁদের জেরা করলে এতো সময় লাগত না বলে মন্তব্য তৃণমূল সাংসদের।