এবার চড়ুন নীল ট্যাক্সিতে, আর ভয় নেই `রিফিউজ্যাল`-এর
পেট্রোল-ডিজেলের দাম যতই বাড়ুক, পিক আওয়ারে কলকাতায় ট্যাক্সি মেলা কিন্তু মোটেই সহজ নয়। একটু রাত হলেই দূর থেকে হাত নেড়ে উধাও ট্যাক্সিচালক। যদি বা যেতে রাজি, দাবি বাড়তি ভাড়ার। যাত্রী দুর্ভোগ কমাতে এবার কলকাতার রাস্তায় এক হাজার নীল সাদা ট্যাক্সি নামাচ্ছেন পরিবহণ মদন মিত্র। দুরঙা ট্যাক্সিতে লেখা থাকবে নো রিফিউজাল।
পেট্রোল-ডিজেলের দাম যতই বাড়ুক, পিক আওয়ারে কলকাতায় ট্যাক্সি মেলা কিন্তু মোটেই সহজ নয়। একটু রাত হলেই দূর থেকে হাত নেড়ে উধাও ট্যাক্সিচালক। যদি বা যেতে রাজি, দাবি বাড়তি ভাড়ার। যাত্রী দুর্ভোগ কমাতে এবার কলকাতার রাস্তায় এক হাজার নীল সাদা ট্যাক্সি নামাচ্ছেন পরিবহণ মদন মিত্র। দুরঙা ট্যাক্সিতে লেখা থাকবে নো রিফিউজাল।
ট্যাক্সির রঙ নীল সাদা। মুখ্যমন্ত্রীর পছন্দের রঙ। কলকাতা শহরের রাস্তায় অল্প কয়েকটি ট্যাক্সিই এতদিন ছিল নীল সাদা। দুরঙা ট্যাক্সির গায়ে লেখা নো রিফিউজাল। অর্থাত্ কোনও অজুহাতেই যাত্রী নিতে অস্বীকার করবেন না এই ট্যাক্সির চালকেরা। পরিবহণ মদন মিত্র জানিয়েছেন, অল্পদিনের মধ্যেই এরকম এক হাজার ট্যাক্সি নামানো হবে শহরে। বৃহস্পতিবার এরকমই কয়েকটি নতুন ট্যাক্সির উদ্বোধন করেন তিনি।
কলকাতায় এখন ট্যাক্সি চলে কয়েক হাজার। নো রিফিউজাল ট্যাক্সির সংখ্যা হচ্ছে এক হাজার। তাহলে কি হলুদ ট্যাক্সির `রিফিউজ` করার অধিকার থাকবে?
কলকাতা শহর এবং শহরতলির ট্যাক্সির হালচাল মোটেই যাত্রীবান্ধব নয়। এই পরিস্থিতিতে `নো রিফিউজাল ট্যাক্সি` নিঃসন্দেহে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে নীলসাদা ট্যাক্সিতে কমবে কি যাত্রী দুর্ভোগ? আশা করতে তো ক্ষতি নেই, মত কলকাতার নাগরিকদের।