মেট্রোর মতো এবার বাসেও আসছে স্মার্ট কার্ডের সুবিধা

মেট্রোর মতো এবার বাসেও স্মার্ট কার্ডের সুবিধা মিলতে চলছে। সরকারি বাসের আধুনিকিকরণে এমনই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। যে কোনও সরকারি বাস ডিপো থেকে প্রিপেড কার্ড রিচার্জ করা যাবে। আর প্রতিটি বাসে থাকবে ইলেকট্রনিক টিকিটিং মেশিন। সেখানে কার্ড পাঞ্চ করলেই ভাড়া দেওয়া হয়ে যাবে। একই কার্ড ব্যবহার করা যাবে সব সরকারি বাসে।

Updated By: Oct 27, 2016, 10:58 AM IST
মেট্রোর মতো এবার বাসেও আসছে স্মার্ট কার্ডের সুবিধা

ওয়েব ডেস্ক: মেট্রোর মতো এবার বাসেও স্মার্ট কার্ডের সুবিধা মিলতে চলছে। সরকারি বাসের আধুনিকিকরণে এমনই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। যে কোনও সরকারি বাস ডিপো থেকে প্রিপেড কার্ড রিচার্জ করা যাবে। আর প্রতিটি বাসে থাকবে ইলেকট্রনিক টিকিটিং মেশিন। সেখানে কার্ড পাঞ্চ করলেই ভাড়া দেওয়া হয়ে যাবে। একই কার্ড ব্যবহার করা যাবে সব সরকারি বাসে।

আরও পড়ুন- সাজছে নন্দন

পরিবহণ দফতরের মতে, এতে একদিক থেকে যেমন পরিবহণ ব্যবস্থা আধুনিক হবে। তেমনই ভাড়া ফাঁকি দেওয়ার প্রবণতাও রোখা যাবে।

আরও পড়ুন- শহরের সব খবর

বাসে ও ফেরিতে স্মার্ট কার্ড ব্যবস্থা চালু হলে উপকৃত হবেন যাত্রীরা। খুচরোর সমস্যা অনেকটাই মিটবে। লাভের অঙ্কটাও বাড়বে পরিবহণ দফতরের।

.