Train Cancelled: শিয়ালদহে লাইন মেরামতির জন্য ফের ভোগান্তির আশঙ্কা, বাতিলএকগুচ্ছ ট্রেন
Train Cancelled: শনিবার রাতে গৌড় এক্সপ্রেস মালদহ থেকে ছাড়াবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটি ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটে মালদহ ছাড়ার কথা ছিল। দার্জিলিং মেল হলদিবাড়ি ছাড়বে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ। ট্রেনটি ছাড়ার কথা সন্ধে ৬টা ১৫ মিনিটে।
অয়ন ঘোষাল: শিয়ালদহ স্টেশনে লাইন মেরামতির কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের সময়সূচির বদল করাও হয়েছে। ফলে সপ্তহান্তে ফের ভোগান্তির আশঙ্কা রয়েছে যাত্রীদের।
আরও পড়ুন-শুনেছিলাম বিজেপি মুসলিমদের কিছু দেয় না, পদ্মশ্রী রশিদ আহমেদের কথা শুনে হেসে ফেললেন মোদী
বাতিল
লাইন মেরামতির জন্য আগামী ৮ ও ৯ এপ্রিল অর্থাত্ শনি ও রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার বাতিল হয়েছে একজোড়া লোকাল ট্রেন। এগুলি হল, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ লোকাল। এর পাশাপাশি একটি শিয়ালদহ-কৃষ্ণনগর লোকালও বাতিল করা হয়েছে।
রবিবার শিয়ালদহ থেকে বাতিল হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। এগুলি হল, ৩ জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল।
দু'জোড়া করে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল্য়াণী সীমান্ত, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল বাতিল করা হয়েছে।
শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে রুটে ১ জোড়া লোকাল বাতিল হয়েছে।
কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল বাতিল হয়েছে রবিবার।
যাত্রাপথের পরিবর্তন
পদাতিক এক্সপ্রেস ও আজমের-শিয়ালদহ এক্সপ্রেসের যাত্রা শিয়ালদহের বদলে আসবে কলকাতা স্টেশনে। অন্যদিকে, ট্রেন দুটি ছাড়বেও কলকাতা স্টেশন থেকে।
সময়সূচি বদল
শনিবার রাতে গৌড় এক্সপ্রেস মালদহ থেকে ছাড়াবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটি ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটে মালদহ ছাড়ার কথা ছিল।
শনিবারের দার্জিলিং মেল হলদিবাড়ি ছাড়বে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ। ট্রেনটি ছাড়ার কথা সন্ধে ৬টা ১৫ মিনিটে।
শনিবার পদতিক এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস আলিপুরদুয়ার ছাড়বে সন্ধে ৭টা ৪০ মিনিটে। এটি ছাড়ার কথা ছিল বিকেল ৫টা ৪০ মিনিটে।
রবিবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ ছাড়াবে সকাল ৮টা ২৫ মিনিটে। এটি ছাড়ার কথা ছিল ৬টা ৩৫ মিনিটে।
বালুরঘাট-মালদহ প্যাসেঞ্জার বালুরঘাট ছাড়বে সন্ধে সাড়ে ছটার পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে।