সাত সকালেই পর পর দুর্ঘটনা

ছয় নম্বর জাতীয় সড়কে বাইক আরোহীকে পিষে মারল লরি। উলুবেড়িয়ার বানিতলায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ছয় নম্বর জাতীয় সড়কের দুই লেনে বন্ধ থাকে যান চলাচল।

Updated By: Jun 18, 2017, 12:17 PM IST
সাত সকালেই পর পর দুর্ঘটনা

ওয়েব ডেস্ক : ছয় নম্বর জাতীয় সড়কে বাইক আরোহীকে পিষে মারল লরি। উলুবেড়িয়ার বানিতলায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ছয় নম্বর জাতীয় সড়কের দুই লেনে বন্ধ থাকে যান চলাচল।

অন্যদিকে, পুলিসের ভয়ে গাড়ি জোরে চালিয়ে দুর্ঘটনা ঘটল রাজারহাটের লাউহাটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি ট্রাক। আগুন লেগে যায় ট্রাকটিতে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিস দেখে কেন গাড়ির গতি বাড়ালেন চালক? খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন, প্রথম বর্ষেই সকলের নজর কাড়ল ডেবোনিয়ার ফ্যাশন বুটিক

.