সত্কার করতে গিয়ে নিমতলা ঘাটে বানে ভেসে গেলেন ৯ জন, মৃত ১

সোমবার  রাত সাড়ে ১১ টা নাগাদ নিমতলা ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কলকাতারই এক পরিবার তাঁদের পরিজনের দেহের সত্কার করতে নিমতলা ঘাটে যান।

Updated By: Feb 20, 2019, 04:49 PM IST
সত্কার করতে গিয়ে  নিমতলা ঘাটে  বানে ভেসে গেলেন ৯ জন, মৃত ১

নিজস্ব প্রতিবেদন: সত্কার করতে গিয়ে গঙ্গায়  জলের তোড়ে তলিয়ে গেলেন ৯ জন। মৃত্যু হয়েছে এক জনের । এখনও নিখোঁজ এক জন মহিলা। বাকি ৭ জন হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। নিমতলা শ্মশানঘাটের ঘটনা।

আরও পড়ুন: বাহিনীর কল্যাণে ৩ মাসের বেতন দান করলেন অভিষেক, লিখলেন মর্মস্পর্শী চিঠি

সোমবার  রাত সাড়ে ১১ টা নাগাদ নিমতলা ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কলকাতারই এক পরিবার তাঁদের পরিজনের দেহের সত্কার করতে নিমতলা ঘাটে যান। সেখানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার সময়ই গঙ্গায় বড় বান আসে। প্রায় ১৫-২০ ফুট উঁচু জলের তোড়ে বেসামাল হয়ে যান সকলে। জলের তোড়ে ৯ জন গঙ্গায় ভেসে যান।  জলস্তর নামতেই শুরু হয় তল্লাশি। এক জনের নিথর দেহ উদ্ধার হয়। বাকি ৭ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন ডুবুরিরা। প্রত্যেকেই হাসপাতালে চিকিত্সাধীন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে।  তবে এখনও নিখোঁজ এক মহিলা। মঙ্গলবার সকালেও গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে।

জলের তোড়ে ভেঙে গিয়েছে লোহার রেলিং-ও

আরও পড়ুন: সরলেন রাজীব, কলকাতার নতুন পুলিস কমিশনার অনুজ শর্মা

নিমতলা শ্মশানঘাটে একটি চত্বর রেলিং দিয়ে ঘেরা রয়েছে। মৃতের পরিজনরা সেখানেই দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রত্যেকেই নিরাপদ জায়গায় ছিলেন। কিন্তু আচমকাই গঙ্গায় বান চলে আসে, প্রায় ২০ ফুট উচ্চতায় ঢেউ সামলাতে পারেননি কেউই। জলের তোড়ে ভেসে যান তাঁরা।

জলের তোড়ে ভেঙে গিয়েছে লোহার রেলিং-ও

মঙ্গলবার সকালে ঘাটে পুলিস মোতায়েন করা হয়েছে। নিখোঁজের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার ভয়াবহতায় বিস্মিত সকলেই।

.