WB Budget Session: 'কালই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি, দেখাচ্ছি মজা', বিধানসভায় বিধায়ককে হুমকি শুভেন্দুর!
যে চার বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তারা লিখিতভাবে বিষয়টি স্পিকারের কাছে এনিয়ে অভিযোগ করতে চলেছেন
![WB Budget Session: 'কালই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি, দেখাচ্ছি মজা', বিধানসভায় বিধায়ককে হুমকি শুভেন্দুর! WB Budget Session: 'কালই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি, দেখাচ্ছি মজা', বিধানসভায় বিধায়ককে হুমকি শুভেন্দুর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/16/368047-4.jpg)
নিজস্ব প্রতিবেদন: ওয়াকআউট, চাঁচাছোলা ভাষায় মমতার বিরোধীদের আক্রমণে আজ সরগরম রাজ্য বিধানসভা। এর মধ্যেই বিরোধী দলনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
বিধানভায় আজ শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন সেসময় চার বিধায়ক তাঁকে বলেন, 'বিধানসভার রীতিনীতি মেনে যেন কাজ হয়। কোনও হই হট্টগোলের কোনও প্রয়োজন নেই।' ওই ৪ বিজেপি বিধায়ক সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের কথা শুনেই তেতে ওঠে বিরোধী শিবির। ওই চার বিধায়কের বিরুদ্ধ সোচ্চার হয় বিরোধী বেঞ্চ।
এদিকে, আজ বিধানসভার বাকবিতন্ডার মধ্যে ওয়াকআউট করে বেরিয়ে যায় বিজেপি। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, বিজেপি যখন বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে তখন শুভেন্দু অধিকারী বলেন, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি। দেখাচ্ছি মজা। বিষয়টি তিনি স্পিকারের কাছেও জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এনিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রীও।
বিরোধী দলনেতার হুমকির অভিযোগ নিয়ে মমতা বলেন, যিনি ওই কথা বলেছেন তাঁর বিরুদ্ধে যেন প্রিভিলেজ মোশন আনা হয়। তাহলেই বুঝুন কে আয়কর দফতর চালায়। কে-ই বা চালায় সিবিআই।
উল্লেখ্য, যে চার বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তারা লিখিতভাবে বিষয়টি স্পিকারের কাছে এনিয়ে অভিযোগ করতে চলেছেন।
আরও পড়ুন-পুলিসও মানুষ তাদের সাহস জোগতে চাই, ভুল করলে আইন মেনেই ব্যবস্থা: মমতা
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)