পঞ্চায়েত ভোটে নতুন জটিলতা

পঞ্চায়েত ভোটের জন্য সিএপিএফ বাহিনী চেয়ে আগেই কমিশনকে চিঠি লিখেছিলেন রাজ্য পুলিসের ডিজি। সিএপিএফ মানে সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্স। অথচ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানতেন, সিএপিএফ মানে ক্যালকাটা আর্মড পুলিস ফোর্স। আদালতকেও সে কথা জানিয়েছিলেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেট উদ্ধৃত করে কমিশনের আইনজীবী অ্যাডভোকেট জেনারেলের সেই ভুল ধরিয়ে দেন। ফলে প্রশ্ন উঠছে, জানুয়ারি মাসের গোড়ায় ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে পরে কেন উল্টোপথে হাঁটল রাজ্য সরকার।

Updated By: Apr 23, 2013, 10:04 PM IST

পঞ্চায়েত ভোটের জন্য সিএপিএফ বাহিনী চেয়ে আগেই কমিশনকে চিঠি লিখেছিলেন রাজ্য পুলিসের ডিজি। সিএপিএফ মানে সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্স। অথচ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানতেন, সিএপিএফ মানে ক্যালকাটা আর্মড পুলিস ফোর্স। আদালতকেও সে কথা জানিয়েছিলেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেট উদ্ধৃত করে কমিশনের আইনজীবী অ্যাডভোকেট জেনারেলের সেই ভুল ধরিয়ে দেন। ফলে প্রশ্ন উঠছে, জানুয়ারি মাসের গোড়ায় ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে পরে কেন উল্টোপথে হাঁটল রাজ্য সরকার।

.