পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড : টিআই প্যারেডে সনাক্ত অভিযুক্তরা

পার্কস্ট্রিট কাণ্ডে টেস্ট আইডেন্টিফিকেশন বা টি আই প্যারেডে ৩ অভিযুক্তকেই সনাক্ত করলেন ধর্ষিতা মহিলা। বুধবার টিআই প্যারেডে ৩ অভিযুক্তের সনাক্তকরণের পর এবার পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে তদন্তের জাল গোটাতে ব্যস্ত কলকাতা পুলিসের গোয়েন্দারা।

Updated By: Mar 7, 2012, 07:50 PM IST

পার্কস্ট্রিট কাণ্ডে টেস্ট আইডেন্টিফিকেশন বা টি আই প্যারেডে ৩ অভিযুক্তকেই সনাক্ত করলেন ধর্ষিতা মহিলা। বুধবার টিআই প্যারেডে ৩ অভিযুক্তের সনাক্তকরণের পর এবার পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে তদন্তের জাল গোটাতে ব্যস্ত কলকাতা পুলিসের গোয়েন্দারা।
এদিন টি আই প্যারেডে হাজির করা হয় ধৃত সুমিত বাজাজ, নিশাদ খান ওরফে টুসি ওরফে রুমান খান এবং নাসির খানকে। এর জন্য বেলা সাড়ে ১২টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে আনা হয় অভিযোগকারিণীকেও। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় দেড় ঘন্টা ধরে চলে সনাক্তকরণের কাজ। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্যারেডে ধৃত ৩ জনকেই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত হিসেবে সনাক্ত করেছেন ধর্ষিতা মহিলা। এর ফলে তদন্তের কাজে যথেষ্ট সাহায্য হবে বলেই মনে করছেন পুলিস কর্তারা।
টিআই প্যারেডের ওপর তদন্তের অনেকটাই নির্ভরশীল  বলে এর আগে আদালতে ধৃতদের জামিনের আবেদনের বিরোধিতাও করেছিল কলকাতা পুলিস। টিআই প্যারেডের পর এবার ঘটনায় মূল অভিযুক্ত কাদির খানকে ধরতে পারলেই পার্কস্ট্রিট রহস্যের জাল পুরোপুরিভাবে গোটানো যাবে বলে কার্যত নিশ্চিত গোয়েন্দারা। কলকাতা পুলিসের গোয়েন্দাদের একটি দল কাদিরের সন্ধানে ভিন রাজ্যেও জোরদার তল্লাশি চালাচ্ছে বলেও জানাগিয়েছে।
 

.