Partha Chatterjee, SSC Scam: আদালতে হাপুস কান্না পার্থর! কাতর আর্তি, 'মরেই যাব'
Partha Chatterjee, SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, '২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু এতদিনেও চার্জশিট দিতে পারেনি ইডি। এরপরই আচমকা সিবিআই পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চাইছে। এটা চক্রান্ত।'
পিয়ালি মিত্র: 'মরেই যাব। আমাকে বাঁচতে দিন।' বলতে বলতে আদালতে কেঁদে ভাসালেন পার্থ চট্টোপাধ্য়ায়। কাতর আর্জি জানালেন জামিনের। বললেন, 'আমি এমবিএ। জনপ্রতিনিধি হিসেবে কলঙ্কহীন কেরিয়ার।' একইসঙ্গে এদিন আলিপুর আদালতে শুনানিতে নিয়োগ দুর্নীতির দায় এসএসসি-র উপরই চাপালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুনানিতে পার্থ বলেন, 'আমার কী ভূমিকা? এসএসসি আলাদা সংস্থা। তারা সব্য তথ্য মুছে দিয়েছে। আর এখন আমাকে জেলে রাখতে এজেন্সি চক্রান্ত করছে। আমাকে বাঁচতে দিন।'
পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই। সেই আবেদনের উপর এদিন শুনানি হয় আলিপুর আদালতে। এদিন শুনানিতে ভার্চুয়াল অংশগ্রহণ করেননি পার্থ। বদলে এদিন আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্য়ায়। শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, '২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু এতদিনেও চার্জশিট দিতে পারেনি ইডি। এরপরই আচমকা সিবিআই পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চাইছে। এটা চক্রান্ত।'
আরও পড়ুন, Anubrata Mondal: অনুব্রতর বোলপুরের বাড়িতে সিবিআই, জিজ্ঞাসাবাদ মেয়ে সুকন্যাকে
পার্থর আইনজীবীর সেই দাবি খারিজ করে পাল্টা সিবিআই-এর তরফে বলা হয়, গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে তারা কখনই জিজ্ঞাসাবাদ করেনি। গ্রুপ ডি মামলায় নোটিস দেওয়া হয়েছিল। যদিও সিবিআই-এর এই দাবি মানতে নারাজ প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। তাঁর বক্তব্য, ইডি ও সিবিআই দুটোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর একই সংস্থার নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত। শুনানি পর্ব শেষ। এখন রায়দানের অপেক্ষা। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশাপাশি এদিন কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়কেও হেফাজতে চেয়েছে সিবিআই।
ব্যবধান মাস তিনেকের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসবাদের পর, বৃহস্পতিবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তিনি। হেফাজতে নিয়ে গোটা ঘটনায় পার্থ-কল্যাণকে প্রথমে আলাদা করে এবং পরে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে সিবিআই-এর।