মাঝরাস্তায় ফেলে গেল অ্যাম্বুল্যান্স, তাও অভিযোগ করতে নারাজ প্রাক্তন মন্ত্রী পার্থ দে

করোনা (Covid-19) পজিটিভ হওয়ায় চলতি মাসে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ দে (Partha D

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Dec 15, 2020, 11:59 PM IST
মাঝরাস্তায় ফেলে গেল অ্যাম্বুল্যান্স, তাও অভিযোগ করতে নারাজ প্রাক্তন মন্ত্রী পার্থ দে

মৌমিতা চক্রবর্তী

রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বেলেঘাটা আইডি থেকে করোনা মুক্ত হয়ে ফেরার পথে মাঝরাস্তাতেই ফেলে গেল অ্যাম্বুল্যান্স। তবে এই ঘটনায় বিতর্ক বাড়াতে নারাজ পার্থ দে (Partha De)। তাঁর বক্তব্য, কারও শাস্তি হোক, সেটা চান না তিনি। 

করোনা (Covid-19) পজিটিভ হওয়ায় চলতি মাসে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ দে (Partha De)। গতকাল, সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে অ্যাম্বুল্যান্স চালক মাঝ রাস্তায় ফেলে চলে যায় তাঁকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হয়রানির ঘটনায় সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। টুইট করেন,করোনা হাসপাতালে ভর্তি হতে হলে আমার প্রথম পছন্দ বেলেঘাটা আই ডি হাসপাতাল। কিন্তু আ্যম্বুলেন্স ও অন্যান্য পরিসেবায় এরকম ত্রুটি গত কয়েক মাসে  ঘটেই চলেছে। চাপের তুলনায় যানবাহন ও কর্মী অপর্যাপ্ত। এই ঘটনায় সমস্যা কোথায় খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী কি কিছু করতে পারেন? (বানান ও বাক্য গঠন অসম্পাদিত)

এ দিন Zee ২৪ ঘণ্টাকে পার্থ দে বলেন,'আমি চাইনা ওদের শাস্তি হোক, ওরা সমস‍্যায় পড়ুক। এই বিষয়টা নিয়ে আর আলোচনা চাই না।

পার্থ দে-র মেয়ে চিকিৎসক প্রপা দে-র কথায়,'আমি নিজেও কোভিড আক্রান্ত। বাবাকে ওই অবস্থায় ফিরতে দেখে নার্ভাস হয়ে বিষয়টি জানাই। ওদের কোনও সমস‍্যা হোক তা চান না বাবা। চিকিৎসক দের অক্লান্ত পরিশ্রমে বাবা বাড়ি ফিরেছেন। আমি নিজে একজন চিকিৎসক। এমনটা কারও সঙ্গে ঘটুক, তা কাম্য নয়।'

মঙ্গলবার সকালে দফায় দফায় বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে পার্থ দে-র পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন,'ওদের যেন সমস্যা না নয়।'

আরও পড়ুন- BJP হিন্দুদের ভোটটা নেবে, ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব?: Mamata

.