BJP হিন্দুদের ভোটটা নেবে, ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব?: Mamata
হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগির ফায়দা তুললেই বিজেপি মিমকে সাহায্য করে বলে দাবি মমতার।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে এআইএমআইএম (AIMIM)। সেই আসাউদ্দিন ওয়াইসির দলকে মঙ্গলবার নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ করলেন, বিজেপির (BJP) টাকায় নির্বাচনে লড়াই করে মিম। ভোটভাগের সুবিধা তোলে দুই দল।
এ দিন জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'সংখ্য়ালঘুদের ভোট ভাগ করার জন্য় আবার হায়দরাবাদের একটা পার্টিকে এনেছে। সেই পার্টিটা এখানে কয়েকটাকে জোগাড় করেছে। বিজেপি টাকা দেয়। আর বিজেপির টাকায় ওরা এটা করে। বিহারের নির্বাচনে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। অন্যান্য নির্বাচনেও হয়েছে।'
হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগির ফায়দা তুললেই বিজেপি মিমকে সাহায্য করে বলে দাবি মমতার। বলেন,'মুসলিমদের কাছে গিয়ে বলবে, সব মুসলিমদের নয়। ওই হায়দরবাদের নেতাদের বলবে, সব হিন্দুদের গালাগাল দাও। তাহলে কী হবে? হিন্দুরা রেগে যাবে ভোটটা আমি পাব। আর মুসলিম এলাকায় তুমি মুসলিমদের হয়ে এমন ভাল ভাল কথা বল, যাতে মুসলিমদের ভোটটা পেয়ে যাও। অর্থাৎ বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব? এটা একটা রাজনীতি? এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
আরও পড়ুন- 'রিপোর্ট দেখে অনেকাংশে সন্তুষ্ট', দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি থেকে সরল Ulen Roy-র পরিবার
সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সংগঠন বাড়াচ্ছে মিম। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অতিসম্প্রতি দলের মুখপাত্র অসীম ওয়াকার স্পষ্ট করেন,'বিহারের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। বিধানসভা ভোটে প্রার্থী দেব মিম। ৩ বছর ধরে বাংলায় সংগঠন তৈরি করছি।' রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, বাংলায় সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি। সেই ভোটের কিয়দংশ এখনও শাসক দলের পক্ষে। তা ভাগ হলে নিশ্চিতভাবে ভোটের ফলাফলে প্রভাব ফেলবে।
আরও পড়ুন- শনিবার বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু: সূত্র