কঙ্কাল কাণ্ড- দিদি দেবযানীর কঙ্কালের সত্কার করতে চেয়ে পুলিসের কাছে পার্থ দে
দিদি দেবযানীর কঙ্কালের সত্কার করতে চেয়ে পুলিসের কাছে ইচ্ছেপ্রকাশ করলেন রবিনসন স্ট্রিটের পার্থ দে। সেই মর্মে শেক্সপিয়ার সরণি থানায় একটি আবেদনও করেন পার্থ। তার ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানা নগর দায়রা আদালতে আবেদন করে। ব্যাঙ্কশাল কোর্টে আজ সেই মামলার শুনানি রয়েছে।
ওয়েব ডেস্ক: দিদি দেবযানীর কঙ্কালের সত্কার করতে চেয়ে পুলিসের কাছে ইচ্ছেপ্রকাশ করলেন রবিনসন স্ট্রিটের পার্থ দে। সেই মর্মে শেক্সপিয়ার সরণি থানায় একটি আবেদনও করেন পার্থ। তার ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানা নগর দায়রা আদালতে আবেদন করে। ব্যাঙ্কশাল কোর্টে আজ সেই মামলার শুনানি রয়েছে।
উপবাসেই মারা গিয়েছেন দেবযানী দে। জানিয়েছিলেন সাইকো কাণ্ডের নায়ক পার্থ দে। পার্থ দে-র দাবি তিনি কোনও অপরাধ করেননি।
সাইকো কাণ্ডে দে পরিবারে উদ্ধার চিরকুটগুলি খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিস। তদন্তকারীরা জানিয়ে ছিলেন, একবছর আগে অরবিন্দ দে-র মায়ের মৃত্যুর পর থেকেই পারিবারিক অশান্তির সূত্রপাত। তখন পার্থ নাকি চেয়েছিলেন তাঁদের সংসারের যাবতীয় ভার নিক দেবযানী। সম্মতি ছিল দেবযানীরও। কিন্তু, অরবিন্দবাবু বেঁকে বসেন। দেবযানী ও পার্থকে তাঁদের বাবা আর্থিক দিক দিয়ে কোনও সাহায্য করতেন না। তাও জানা গেছে চিরকুট থেকে।