রাজ্য কমিটিতে এক ঝাঁক নতুন মুখ, দলের হাল ফেরাতে 'আগে সূর্য'

'আগে সূর্য', বিদায়ী রাজ্য সম্পাদক বিমান বসুর এই বক্তব্যেই শেষ হল সিপিআইএম ২৪ তম রাজ্য সম্মেলন। দায়িত্বের ব্যাটন নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে সরলেন বিমান।

Updated By: Mar 13, 2015, 04:34 PM IST
 রাজ্য কমিটিতে এক ঝাঁক নতুন মুখ, দলের হাল ফেরাতে 'আগে  সূর্য'

কলকাতা: 'আগে সূর্য', বিদায়ী রাজ্য সম্পাদক বিমান বসুর এই বক্তব্যেই শেষ হল সিপিআইএম ২৪ তম রাজ্য সম্মেলন। দায়িত্বের ব্যাটন নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে সরলেন বিমান।

 অবশেষে নেতৃত্বে রদবদল। ২৪ তম রাজ্য সম্মলনের পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকেই রাজ্য সম্পাদক নির্বাচন করল  সিপিআইএম। তৈরি হল ৮১ জনের নবনির্বাচিত রাজ্য কমিটি। যার মধ্যে রয়েছেন ১০ জন স্থায়ী সদস্য। রাজ্য কমিটিতে রয়েছে ২১ টি নতুন মুখ। রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার যুব নেতা পলাশ দাস, মহিলা মুখ গার্গী চট্টোপাধ্যায় সহ আরও ১৯ জন। নবনির্বাচিত কমিটি থেকে বাদ পরলেন উত্তর ২৪ পরগণা জেলার প্রতাপশালী নেতা, ৫ বারের সাংসদ  তড়িৎ বরণ তোপদার। বাদ পরলেন অভিজৎ বিশ্বাস।

৪ দিন ধরে চলা রাজ্য সম্মেলনের শেষ দিন নবনির্বাচিত কমিটি ও দলের রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করলেন পার্টি পলিটবুরো সীতারাম ইয়েচুরি। এরপর দলের রাজ্য কমিটির বিদায়ী সম্পাদক বিমান বসু বলেন, "৮১ প্লাস ১ (কন্ট্রোল কমিশন) জনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এই নবনির্বাচিত কমিটিতে রয়েছেন ২১ জন নতুন মুখ। যাদের বয়স ৪ও থকে ৫০ বছরের মধ্যে। ৩ জনের স্থান এখনও ফাকা রয়েছে। সর্বমোট ৮৫ জনের কমিটি তৈরি করা হয়েছে।"

এরপরই দলের গাইড লাইন নিয়ে সাংবাদিকদের সম্মুখীন হন নতুন রাজ্য সম্পাদক  সূর্যকান্ত মিশ্র। "এই সম্মেলন থেকে আমরা ৫ দফা কর্মসূচি গ্রহন করেছি। যার স্লগান হল, 'তৃণমূল হটাও, পশিমবঙ্গ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও'। ", মন্তব্য  সূর্য মিশ্রের। তিনি আরও বলেন, "শ্রমজীবী মানুষের কাছে আমরা দায়বদ্ধ। বাম ও গণতান্ত্রিক শক্তির প্রতিও আমারা দায়বদ্ধ থাকব। "

উল্লেখ্য জ্যোতি বসুর পর সূর্য মিশ্রই দ্বিতীয় ব্যাক্তিত্ব যিনি একাধারে বিরোধী দলনেতা এবং পার্টির রাজ্য সম্পাদকের পদ সামলাবেন।

 

.