Cat: বিড়াল তাড়াতে কীটনাশক! শহরের অভিজাত আবাসনে অসুস্থ বেশ কয়েকজন.....
অভিযোগ দায়ের করা হল থানায়। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাল পুলিস।
পিয়ালী মিত্র: বিড়াল তাড়াতে কীটনাশক? শহরের একটি অভিজাত আবাসনে নাকি অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন! অভিযোগ দায়ের করা হল থানায়। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাল পুলিস।
জানা গিয়েছে, অভিজাত আবাসনটি গড়ফায়, বাইপাসে ধারে। যাঁরা থাকেন, তাঁদের একাংশের অভিযোগ, ওই আবাসনের ভিতরে প্রচুর বিড়াল রয়েছে। শুধু তাই নয়, বিড়াল তাড়াতে ব্যবহার করা হচ্ছে কীটনাশক! ফলে অসুস্থ হয়েছে পড়েছেন অনেকেই। কারও শ্বাসকষ্ট হচ্ছে, তো কারও চোখ জ্বালা করছে! গড়ফা থানার মেল করে অভিযোগ জানিয়েছেন ওই আবাসনের তিনজন বাসিন্দা। এদিন বিকেল ওই আবাসনে যায় পুলিস। অভিযোগ খতিয়ে দেখা হয়। যদিও বিড়াল তাড়াতে কীটনাশক ব্যবহারের অভিযোগ মানতে নারাজ ওই আবাসনের সেক্রেটারি।
এদিকে কয়েকদিন আগে বিড়াল উদ্ধার করতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিল দমকল। কেন? বিড়ালটি দু'দিন ধরে আটকে ছিল আটতলার বিল্ডিংয়ের কার্নিশে। কোনওভাবে উদ্ধার করা হয় যাচ্ছিল না। বরং কার্নিশ থেকে লাফ দিলে অঘটন ঘটতে পারত।