পোলবা কাণ্ডে আহত ঋষভের অবস্থার অবনতি, দুর্ঘটনার দায় স্বীকার চালক শামিমের
ইতিমধ্যেই এসএসকেএমের কার্ডিওথোরাসিক ভাসকুলার সায়েন্স বিভাগে সম্পূর্ন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।
![পোলবা কাণ্ডে আহত ঋষভের অবস্থার অবনতি, দুর্ঘটনার দায় স্বীকার চালক শামিমের পোলবা কাণ্ডে আহত ঋষভের অবস্থার অবনতি, দুর্ঘটনার দায় স্বীকার চালক শামিমের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/21/235764-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনায় কাউন্সিলর সন্তোষ সিংয়ের আহত ছেলে ঋষভের অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকরা জানাচ্ছেন তাঁর অবস্থার অবনতি হচ্ছে। ইতিমধ্যেই এসএসকেএমের কার্ডিওথোরাসিক ভাসকুলার সায়েন্স বিভাগে সম্পূর্ন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।
হাসপাতাল সূত্রে খবর কিডনি, লিভার, ফুসফুস-সহ একাধিক অর্গান ঠিকভাবে কাজ করছে না ঋষভের। শরীরে অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছে। রক্তচাপ অস্বাভাবিক। চিকিৎসা পদ্ধতি বদলানো হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুপুরে বৈঠকে বসবেন চিকিৎসক বোর্ড। উল্লেখ্য, ঋষবকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মদন মিত্র।
আরও পড়ুন: শিবরাত্রির দিন দুই জেলায় জোড়া পথ দুর্ঘটনা, মৃত্যু ৮ জনের
অন্যদিকে পোলবা কাণ্ডে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন চালক শামিম আখতার। এই শামিমের পুলকারেই সেদিন উঠেছিল ঋষভ। পরে রাস্তায় নেমে যান শামিম। চালকের আসনে বসেন পবিত্র দাস। সেই গাড়িতেই দুর্ঘটনা। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল শামিম।
বেআইনি ভাবে গাড়ি চলছিল শামিমের। ফিটনেস সার্টিফিকেট ছিল না। তার ওপর লাগামছাড়া গতি। সবমিলিয়ে অভিযোগের পাল্লা তার দিকেই ভারি ছিল। এবার সেই কথাই স্বীকার করল শামিম।