ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে পুলিসের লাঠি চার্জ

ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে লাঠিচার্জ করল পুলিস। আজ কলেজ স্ক্যোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল বিক্ষোভকারীদের। বউবাজার ক্রসিংয়ে  ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে লাঠিচার্জ করে পুলিস। এর জেরে কলেজ স্ট্রিট এলাকায় প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকে যায় চলাচল। কলকাতা ও শিলিগুড়িতে পুলিসি লাঠিচার্জের প্রতিবাদে ষোলোই মে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও। চিটফান্ড কেলেঙ্কারি, শিক্ষায় নৈরাজ্য ও নারী নির্যাতনের প্রতিবাদে বেলা দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে ডিএসও-র ছাত্র-যুব ও মহিলাদের সংগঠন।  

Updated By: May 14, 2013, 09:11 PM IST

ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে লাঠিচার্জ করল পুলিস। আজ কলেজ স্ক্যোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল বিক্ষোভকারীদের। বউবাজার ক্রসিংয়ে  ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে লাঠিচার্জ করে পুলিস। এর জেরে কলেজ স্ট্রিট এলাকায় প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকে যায় চলাচল। কলকাতা ও শিলিগুড়িতে পুলিসি লাঠিচার্জের প্রতিবাদে ষোলোই মে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও। চিটফান্ড কেলেঙ্কারি, শিক্ষায় নৈরাজ্য ও নারী নির্যাতনের প্রতিবাদে বেলা দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে ডিএসও-র ছাত্র-যুব ও মহিলাদের সংগঠন।
মিছিল বউবাজারের ক্রসিংয়ে পৌঁছালে মিছিল আটকায় বিশাল পুলিসবাহিনী।
ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করতেই  লাঠিচার্জ করে পুলিস।
বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিস। কলেজ স্ট্রিট এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

.